WBCS Special MCQs
Biology
জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান
প্রশ্ন:১
কোন্ প্রাণীগােষ্ঠী সরাসরি শিশুপ্রাণীর জন্ম দেয় ?
(a) সিংহ, বাদুড়, তিমি, বাঁদর
(b) ক্যাঙারু, হেজহগ, ডলফিন, গিনিপিগ
(c) প্লাটিপাস, সিংহ, পেঙ্গুইন, বাদুড়
(d) ছুঁচো, বাদুড়, সাপ, বিড়াল
উত্তর: A
প্রশ্ন:২
স্তন্যপায়ী প্রাণীর দাঁতের বৈশিষ্ট্য হল—(i) দাঁতগুলি বিভিন্ন ধরনের হয়, (ii) দাঁতগুলি মাড়ির গর্তে প্রােথিত থাকে, (iii) দুটি সেট দাঁত সৃষ্টি হয়। স্তন্যপায়ী প্রাণীদের দাঁতের এরূপ সেটকে বলে—
(a) হেটারােডন্ট, ডাইফিওডন্ট, থেকোডন্ট
(b) হেটারােডন্ট, থেকোডন্ট, ডাইফিওডন্ট
(c) থেকোডন্ট, ডাইফিওডন্ট, হেটারােডন্ট
(d) ডাইফিওডন্ট, থেকোডন্ট, হেটারােডন্ট
উত্তর: B
প্রশ্ন:৩
স্বেদগ্রন্থি ও বহিঃকর্ণ উপস্থিত এমন প্রাণীগােষ্ঠী হল—
(a) উভচর
(b) সরীসৃপ
(c) পক্ষী
(d) স্তন্যপায়ী
উত্তর: D
প্রশ্ন:৪
বহিঃকর্ণ কার দেখা যায় ?
(a) অম্বিযুক্ত মাছ
(b) সি হর্স
(c) স্তন্যপায়ী
(d) কোনােটিই নয়
উত্তর: C
প্রশ্ন:৫
কোনটি জরায়ুজ প্রাণী নয় ?
(a) মোল
(b) প্লাটিপাস
(c) ছুঁচো
(d) ক্যাঙারু
উত্তর: B
প্রশ্ন:৬
নিম্নলিখিত কোনটি সঠিক ভাবে সম্পর্কিত নয় ?
(a) ফ্রেমকোশ—প্ল্যাটিহেলমিনথিস
(b) স্টিং কোশ—সিলােমযুক্ত প্রাণী
(c) খন্ডকযুক্ত—মােলাস্কা
(d) ফুলকাছিদ্র—কর্ডাটা
উত্তর: C
প্রশ্ন:৭
কোন্ স্তন্যপায়ী প্রাণীর পরিণত RBC-তে নিউক্লিয়াস থাকে ?
(a) উট
(b) গােরু
(c) গিনিপিগ
(d) মানুষ
উত্তর: A
প্রশ্ন:৮
নিম্নলিখিত কোন্ প্রাণীরা উভলিঙ্গ ?
(a) জোঁক, ফিতাকৃমি, হাইড্রা
(b) কেঁচো, ফিতাকৃমি, গােলকৃমি
(c) কেঁচো, তারামাছ, কচ্ছপ
(d) জোঁক, গােলকৃমি
উত্তর: A
প্রশ্ন:৯
নীচের কোন্ বৈশিষ্ট্যটি স্তন্যপায়ীর নয় ?
(a) 7 টি গ্রীবা কশেরুকা
(b) থেকোডন্ট দাঁত
(c) 10 জোড়া করােটিক স্নায়ু
(d) স্তনগ্রন্থি উপস্থিত
উত্তর: C
প্রশ্ন:১০
হাতির গজদন্তটি হল—
(a) উপরের কৃন্তক
(b) উপরের ছেদক
(c) নীচের কৃন্তক
(d) নীচের ছেদক
উত্তর: A
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸
জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান, সেট ২৯[PREV]
জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান, সেট ৩১[NEXT]
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸
Comments
Post a Comment