WBCS Special VSQs
Biology
জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান
প্রশ্ন:১
রড আকৃতিবিশিষ্ট ব্যাকটেরিয়াদের কী বলে ?
উত্তর:
Bacillus।
প্রশ্ন:২
কেমােসিন্থেটিক ব্যাকটেরিয়ার উদাহরণ দাও।
উত্তর:
সালফার ব্যাকটেরিয়া।
প্রশ্ন:৩
একটি সায়ানােব্যাকটেরিয়ার উদাহরণ দাও।
উত্তর:
Nostoc।
প্রশ্ন:৪
Gm+ও Gm- ব্যাকটেরিয়ার নাম বলাে।
উত্তর:
Lactobacillus & E. coli.
প্রশ্ন:৫
কোন্ প্রকার ব্যাকটেরিয়া হল ফটোঅটোট্রপিক ?
উত্তর:
Green sulphur bacterium।
প্রশ্ন:৬
একটি প্রােটিনের নাম বলাে যা ব্যাকটেরিয়ার ফ্লাজেলায় বর্তমান।
উত্তর:
ফ্লাজেলিন।
প্রশ্ন:৭
ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট দুটি রােগের নাম কী কী ?
উত্তর:
Cholera, typhoid।
প্রশ্ন:৮
কে প্রথম ব্যাকটেরিয়ার ট্রান্সফরমেশন আবিষ্কার করেন ?
উত্তর:
Frederick Griffith (1928 সালে)।
প্রশ্ন:৯
মূলে বসবাসকারী নাইট্রোজেন স্থিতিকারী ব্যাকটেরিয়ার নাম কী ?
উত্তর:
Rhizobium sp.
প্রশ্ন:১০
ব্যাকটেরিয়ার কোশপ্রাচীরের প্রধান সাংগঠনিক বস্তুর নাম কী ?
উত্তর:
পেপটাইডােগ্লাইক্যান।
Comments
Post a Comment