পরিবেশের জন্য ভাবনা (Concern About Our Environment) ১. বায়ুমণ্ডলের গঠন (Structure of the Atmosphere) উচ্চতা ও উষ্ণতার পরিবর্তনের ওপর ভিত্তি করে বায়ুমণ্ডলকে প্রধানত ছয়টি স্তরে ভাগ করা হয়েছে:
WBCS Special VSQsBiologyবাস্তব্যবিদ্যা ও পরিবেশ
প্রশ্ন:১
DDT-র সর্বাধিক বায়ােম্যাগনিফিকেশন কোন্ প্রাণীতে দেখা যায় ?
উত্তর: মানুষে।
প্রশ্ন:২
দূষক পদার্থ কাকে বলে ?
উত্তর: যেসকল অজৈব ও জৈব পদার্থ পরিবেশকে দূষিত করে।
প্রশ্ন:৩
ক্যাডমিয়াম দূষণের ফলে কোন্ রােগ হয় ?
উত্তর: ইটাই-ইটাই।
প্রশ্ন:৪
দুটি বিপন্ন উদ্ভিদ প্রজাতির নাম লেখাে।
উত্তর: Drosera indica (সূর্যশিশির) ও Aloe vera (ঘৃতকুমারী)।
প্রশ্ন:৫
কোন্ প্রকার দূষণের গৌণ প্রভাবজনিত ফল হল অম্লবৃষ্টি ?
উত্তর: বায়ুদূষণ।
প্রশ্ন:৬
দুটি বিপন্ন প্রাণী প্রজাতির নাম লেখাে।
উত্তর: Panthera tigris (ভারতীয় বাঘ) ও Chelonia (সামুদ্রিক কচ্ছপ)।
প্রশ্ন:৭
কবে ওজোন দিবস পালন করা হয় ?
উত্তর: 16th সেপ্টেম্বর।
প্রশ্ন:৮
অক্ষয়িষ্ণু দূষক পদার্থ কী ?
উত্তর: প্রাকৃতিক পরিবেশে যেসব বস্তুর ক্রমক্ষয় ঘটে না।
প্রশ্ন:৯
ধানখেতে উৎপন্ন দূষকটি কোনটি ?
উত্তর: মিথেন (CH4)।
প্রশ্ন:১০
কোন্ প্রকার দূষণের ফলে 'Heat Islands'-সৃষ্টি হয় ?
উত্তর: বায়ুদূষণ।
🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕
🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕

Comments
Post a Comment