WBCS Special MCQs
Biology
জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান
প্রশ্ন:১
ইমপারফেক্টি ছত্রাককে ‘ইমপারফেক্টি’ বলা হয় কারণ—
(a) তাদের কোন জাইগােস্পাের থাকে না
(b) তারা কনিডিওস্পাের তৈরি করে
(c) যৌন জনন দেখা যায় না
(d) সব কটি
উত্তর: D
প্রশ্ন:২
নিম্নলিখিত কোনটি স্যাক ছত্রাক নয়—
(a) ট্রফেলস (Truffles)
(b) মােরেলস (Morels)
(c) টোডস্টুলস (Toadstools)
(d) ইস্ট (Yeast)
উত্তর: C
প্রশ্ন:৩
Rhizopus-এর কালচারের ফলে, একটি রেণু থেকে জাইগােম্পাের উৎপন্ন হয় না কারণ—
(a) হাইফার (+) এবং (–) স্ট্রেন অনুপস্থিত
(b) হাইফার (+) এবং (–) স্ট্রেন উপস্থিত
(c) পরিপােষকের হ্রাস প্রাপ্তি
(d) আলােকের উপস্থিতি
উত্তর: A
প্রশ্ন:৪
যে ধরনের উদ্ভিদ রােগে, রােগজীবাণু, পােষকের উপর কটোনি গ্রোথ (Cottony growth) সৃষ্টি করে তাকে বলে—
(a) রাস্ট (Rust)
(b) স্মাট (Smut)
(c) ডাউন মাইলডিউ (Down mildew)
(d) ড্যামপিং অফ (Damping off)
উত্তর: C
প্রশ্ন:৫
ব্ল্যাক ব্রেড মোল্ডের জীবন চক্রে জাইগােম্পাের হল—
(a) মিয়ােসিসের ফলে জুস্পাের উৎপন্ন হয়
(b) রেণু উৎপাদন অযৌন জননের অংশ
(c) স্থূল প্রাচীরযুক্ত সুপ্ত দশা
(d) এটি অ্যাসাই ও ব্যাসিডিয়ার সমান
উত্তর: C
প্রশ্ন:৬
স্ক্লেরােসিয়া (Sclerotia) হল শােষক এবং অঙ্গজ জননের অংশ, এর মধ্যে থাকা হাইফারা হল—
(a) একত্রিত হয়ে স্ট্র্যান্ড তৈরি করে
(b) আলগা ভাবে সীমাবদ্ধ
(c) দৃঢ়ভাবে সীমাবদ্ধ কিন্তু নিজস্বতা হারিয়েছে
(d) স্থূল প্রাচীরবিশিষ্ট গােল বা অনিয়মিত আকৃতিসম্পন্ন
উত্তর: C
প্রশ্ন:৭
নিম্নলিখিত কোন্ ছত্রাকের ডাইক্যারিওটিক দশা দীর্ঘকালীন ?
(a) জাইগােস্পোর ছত্রাক
(b) ক্লাব ছত্রাক
(c) ইমপারফেক্টি ছত্রাক
(d) স্যাক ছত্রাক
উত্তর: D
প্রশ্ন:৮
ছত্রাকের মধ্যে হেটারােথ্যালিসম্ প্রথম আবিষ্কার করেন—
(a) A.F. Blakeslee
(b) C.B. Huggins
(c) Alexendar Fleming
(d) Robert Whittaker
উত্তর: A
প্রশ্ন:৯
নিম্নলিখিত কোনটি মিউচ্যালিসমের উদাহরণ ?
(a) ক্রাউন গল
(b) লাইকেন
(c) হাইপারট্রপি
(d) ড্যাম্পিং অফ
উত্তর: B
প্রশ্ন:১০
লাইকেন—
(a) জনন করতে অক্ষম
(b) বাঁচার তাগিদে নাইট্রোজেন উৎস দরকার
(c) যারা গাছের উপর পরজীবী
(d) বাঁচতে পারে চরম পরিবেশে
উত্তর: D
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸
জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান, সেট ৬[PREV]
জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান, সেট ৮[NEXT]
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸
Comments
Post a Comment