দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - বহু বিকল্পভিত্তিক প্রশ্ন বিভাগ ১: চলনের প্রাথমিক ধারণা ও জগদীশচন্দ্র বসু প্রশ্নঃ১. উদ্দীপকের প্রভাবে জীবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালনকে কী বলে? (ক) গমন (খ) চলন (গ) রেচন (ঘ) পুষ্টি উত্তর: (খ) চলন প্রশ্নঃ২. যে প্রক্রিয়ায় জীব স্বেচ্ছায় সামগ্রিক স্থান পরিবর্তন করে তাকে কী বলে? (ক) চলন (খ) বিচলন (গ) গমন (ঘ) উদ্দীপনা উত্তর: (গ) গমন
WBCS Special VSQs
Biology
জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান
প্রশ্ন:১
মানুষ বা মশকী কার ক্ষেত্রে যৌন দশায় ম্যালেরিয়ার পরজীবী দেখা যায় ?
উত্তর:
মশকীর পৌষ্টিক তন্ত্রে।
প্রশ্ন:২
প্লাসমােডিয়াম কী ?
উত্তর:
স্লাইম মােল্ডসদের ক্ষেত্রে প্রাচীরবিহীন, বহুকোশীয় প্রােটোপ্লাজম গুচ্ছ, যাকে প্লাসমােডিয়াম বলে।
প্রশ্ন:৩
অটোগ্যামি কী ?
উত্তর:
পুং ও স্ত্রী গ্যামেট তৈরি করে একই ধরনের কোশ যা মিলিত হয়ে ডিপ্লয়েড জাইগােট গঠন করে।
প্রশ্ন:৪
কোন্ শৈবাল সমুদ্রে রেড টাইডস গঠনের জন্য দায়ী ?
উত্তর:
Gonyaulax sp.
প্রশ্ন:৫
'Sleeping Sickness' রােগের বাহকের নাম কী ?
উত্তর:
Tsetse fly (সেটসি মাছি)।
প্রশ্ন:৬
সেলুলার ও প্লাসমােডিয়াল স্লাইম মােল্ডের উদাহরণ দাও।
উত্তর:
Physarum, Dictyostelium ইত্যাদি।
প্রশ্ন:৭
অ্যামিবার চলনাঙ্গের নাম কী ?
উত্তর:
সিউডােপােডিয়া।
প্রশ্ন:৮
অ্যামিবার ক্ষেত্রে সিউডােপােডিয়া কেন গুরুত্বপূর্ণ ?
উত্তর:
চলন এবং খাদ্যগ্রহণের জন্য।
প্রশ্ন:৯
কোন্ প্রােটোজোয়া মানবদেহে ম্যালেরিয়া রােগের জন্য দায়ী ?
উত্তর:
প্লাজমােডিয়াম (Plasmodium): স্পােরােজোয়ান প্যারাসাইট।
প্রশ্ন:১০
কোন্ ধরনের যৌন জনন প্যারামিসিয়ামে দেখা যায় ?
উত্তর:
কনজুগেশন।
✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷
✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷

Comments
Post a Comment