ভারতীয় সভ্যতার বিবর্তন - সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ( Evolution of Indian Civilization - Short Questions and Answers ) ১। প্রস্তরযুগ বলতে কী বোঝো? প্রস্তরযুগকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কী কী? যে যুগে মানুষ পাথরের হাতিয়ার ও যন্ত্রপাতি ব্যবহার করত, সেই যুগকে প্রস্তরযুগ বলা হয়। প্রস্তরযুগকে তিন ভাগে ভাগ করা যায়, যথা- (১) প্রাচীন প্রস্তরযুগ, (২) মধ্য প্রস্তরযুগ, (৩) নব্য প্রস্তরযুগ। ২। প্রাচীন প্রস্তরযুগ, মধ্য প্রস্তরযুগ ও নব্য প্রস্তরযুগের একটা করে বৈশিষ্ট্য দাও। প্রাচীন প্রস্তরযুগ: প্রাচীন প্রস্তরযুগে মানুষ ছিল খাদ্য-সংগ্রাহক। বলা যেতে পারে-Age of Food-gathering Man. মধ্য প্রস্তরযুগ: মধ্য প্রস্তরযুগে মানুষ খাদ্য-উৎপাদকে পরিণত হয়। এসময়কে বলা হয়-Age of Food-producing Man. নব্য প্রস্তরযুগ: এসময় মানুষ নগর সভ্যতার সাথে পরিচিত হয়। ধাতুর যুগ শুরু হয়। ঐতিহাসিক গর্ডন চাইল্ড এসময়কে বলেছেন-Age of Urban Culture.
WBCS Special VSQs
Biology
জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান
প্রশ্ন:১
জীববিদ্যার কোন্ শাখায় ছত্রাক সম্পর্কে আলােচনা করা হয় ?
উত্তর:
মাইকোলজি।
প্রশ্ন:২
জেনেটিক বিদ্যায় গুরুত্বপূর্ণ ছত্রাকের নাম কী ?
উত্তর:
Neurospora।
প্রশ্ন:৩
যে-কোন একটি গিল ছত্রাকের নাম কী ?
উত্তর:
Agaricus।
প্রশ্ন:৪
অ্যাসকোমাইসিটিস-এর ফলাবয়বকে কী বলা হয় ?
উত্তর:
অ্যাসকোকাৰ্প।
প্রশ্ন:৫
ক্লিস্টোথেসিয়াম কী ?
উত্তর:
এটি গােলাকার এবং সম্পূর্ণভাবে আবদ্ধ ফলাবয়ব, যার মধ্যে অ্যাসকাই বিক্ষিপ্ত রূপে অবস্থান করে।
প্রশ্ন:৬
ছত্রাক ও উন্নত শ্রেণির উদ্ভিদের মূলের মধ্যে মিথােজীবীয় সম্পর্ককে কী বলে ?
উত্তর:
মাইকোরাইজা।
প্রশ্ন:৭
কে ছত্রাককে স্বাধীন রাজ্য রূপে নামাঙ্কিত করেন ?
উত্তর:
Whittaker, 1969।
প্রশ্ন:৮
যখন কোশের দুটি হ্যাপ্লয়েড নিউক্লিয় বস্তু বিভিন্ন মিলনে অংশগ্রহণ করে তখন তাকে কী বলে ?
উত্তর:
ডাইক্যারিয়ন।
প্রশ্ন:৯
সিন্থেটিক কালচার মিডিয়ামে পূর্ণপরজীবীর কালচার করা কী সম্ভব ?
উত্তর:
না।
প্রশ্ন:১০
কোন্ ছত্রাক লেট ব্লাইট রােগের জন্য দায়ী যা আলুতে দেখা যায় ?
উত্তর:
Phytopthora infestans।
✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷
✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷

Comments
Post a Comment