WBCS Special MCQs
Biology
জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান
প্রশ্ন:১
জটিল প্রাণীর গাটে ও দেহপ্রাচীরের মধ্যবর্তী স্থানে থাকে—
(a) ফ্যারিংস
(b) সিলােম
(c) সিউডােসিলােম
(d) কোনােটিই নয়
উত্তর: B
প্রশ্ন:২
নিম্নলিখিত কোনটি প্রাণীরাজ্যের বৈশিষ্ট্য নয় ?
(a) কার্বোহাইড্রেট হল সঞ্চিত বস্তু
(b) বহুকোশীয়তা
(c) a ও b উভয়
(d) কোনােটিই নয়
উত্তর: A
প্রশ্ন:৩
নিম্নলিখিত কার মধ্যে সিউডােসিলােম দেখা যায় ?
(a) নিমাটোড
(b) ট্রিমাটোড
(c) স্পঞ্জ
(d) একাইনােডার্মাটা
উত্তর: A
প্রশ্ন:৪
আর্কিওপটেরিক্স কাদের মধ্যে সংযােগসাধন করেছে ?
(a) সরীসৃপ-স্তন্যপায়ী
(b) সরীসৃপ-পক্ষী
(c) কর্ডাটা-অকর্ডাটা
(d) কোনােটিই নয়
উত্তর: B
প্রশ্ন:৫
নিম্নলিখিত কোনটি কর্ডাটার বৈশিষ্ট্য নয় ?
(a) ভ্রাটিব্রাল কলাম
(b) ফাঁপা নার্ভকর্ড
(c) নােটোকর্ড
(d) কোনােটিই নয়
উত্তর: A
প্রশ্ন:৬
বিজ্ঞানের ইকথিওলােজি, কোন্ প্রাণী বিজ্ঞানের সঙ্গে সম্পর্কিত ?
(a) মাছ
(b) পক্ষী
(c) সরীসৃপ
(d) কুমীর
উত্তর: A
প্রশ্ন:৭
নিম্নলিখিত কোন্ প্রাণীরা সব থেকে বেশি প্রাধান্য লাভ করেছে ?
(a) আর্থ্রোপােডা
(b) শামুক
(c) স্পঞ্জ
(d) সিস্টার
উত্তর: A
প্রশ্ন:৮
টিউব ফিট কি ?
(a) মস্তক
(b) জলজ সংবহনতন্ত্র
(c) সিলোম
(d) কোনােটিই নয়
উত্তর: B
প্রশ্ন:৯
নিম্নলিখিত কার মধ্যে নিমাটোসিস্ট দেখা যায় ?
(a) অ্যানিলিডা
(b) নিডারিয়া
(c) একাইনােডার্মাটা
(d) পরিফেরা
উত্তর: B
প্রশ্ন:১০
ফুলকা ছিদ্রের কাজ—
(a) শ্বাসকার্য
(b) সংবহন
(c) খাদ্য গ্রহণ
(d) কেবল a অথবা c
উত্তর: A
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸
জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান, সেট ২৭[PREV]
জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান, সেট ২৯[NEXT]
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸
Comments
Post a Comment