নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
WBCS Special MCQsBiologyবাস্তব্যবিদ্যা ও পরিবেশ
প্রশ্ন:১
সংরক্ষণের in-situ পদ্ধতির উদাহরণ হল—
(a) Genetic engineering
(b) Tissue culture
(c) Botanical Garden
(d) National Park
উত্তর: D
প্রশ্ন:২
এশীয় সিংহ হল—
(a) Rare
(b) Vulnerable
(c) Endangerd
(d) কোনােটিই নয়
উত্তর: C
প্রশ্ন:৩
'Biodiversity Act' প্রস্তাবিত হয় কত সালে ?
(a) 2002
(b) 1996
(c) 1992
(d) 2000
উত্তর: A
প্রশ্ন:৪
কোন্ রাজ্যে Doahigam Sanctuary অবস্থিত ?
(a) J&k
(b) M.P.
(c) W.B.
(d) Rajasthan
উত্তর: A
প্রশ্ন:৫
কোন্ মেরুদণ্ডী প্রাণী সর্বাধিক বিপন্ন ?
(a) পাখি
(b) মাছ
(c) স্তন্যপায়ী
(d) সরীসৃপ
উত্তর: B
প্রশ্ন:৬
সুন্দরবনে প্রধানত কোন্ প্রজাতির উদ্ভিদ দেখা যায় ?
(a) অ্যালপাইন
(b) ম্যানগ্রোভ
(c) তৃণভূমি
(d) জাঙ্গল উদ্ভিদ
উত্তর: B
প্রশ্ন:৭
জাতীয় বৃক্ষ কোনটি ?
(a) Mangifera indica
(b) Azadirachta indica
(c) Ficus benghalensis
(d) কোনােটিই নয়
উত্তর: C
প্রশ্ন:৮
ভারতবর্ষে বর্তমান উদ্ভিদ প্রজাতির সংখ্যা—
(a) 45,000
(b) 80,000
(c) 40,000
(d) 58,000
উত্তর: A
প্রশ্ন:৯
'Red Data Book' এর অন্তর্গত কোনটি ?
(a) Threatened
(b) Endangerd
(c) Vulnerable
(d) সব কয়টি
উত্তর: D
প্রশ্ন:১০
সিমলিপাল হল—
(a) ন্যাশনাল পার্ক
(b) চিড়িয়াখানা
(c) বায়ােস্ফিয়ার রিজার্ভ
(d) স্যাংচুয়ারি
উত্তর: C
⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇
⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇
Comments
Post a Comment