দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - বহু বিকল্পভিত্তিক প্রশ্ন বিভাগ ১: চলনের প্রাথমিক ধারণা ও জগদীশচন্দ্র বসু প্রশ্নঃ১. উদ্দীপকের প্রভাবে জীবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালনকে কী বলে? (ক) গমন (খ) চলন (গ) রেচন (ঘ) পুষ্টি উত্তর: (খ) চলন প্রশ্নঃ২. যে প্রক্রিয়ায় জীব স্বেচ্ছায় সামগ্রিক স্থান পরিবর্তন করে তাকে কী বলে? (ক) চলন (খ) বিচলন (গ) গমন (ঘ) উদ্দীপনা উত্তর: (গ) গমন
WBCS Special MCQsBiologyবাস্তব্যবিদ্যা ও পরিবেশ
প্রশ্ন:১
সংরক্ষণের in-situ পদ্ধতির উদাহরণ হল—
(a) Genetic engineering
(b) Tissue culture
(c) Botanical Garden
(d) National Park
উত্তর: D
প্রশ্ন:২
এশীয় সিংহ হল—
(a) Rare
(b) Vulnerable
(c) Endangerd
(d) কোনােটিই নয়
উত্তর: C
প্রশ্ন:৩
'Biodiversity Act' প্রস্তাবিত হয় কত সালে ?
(a) 2002
(b) 1996
(c) 1992
(d) 2000
উত্তর: A
প্রশ্ন:৪
কোন্ রাজ্যে Doahigam Sanctuary অবস্থিত ?
(a) J&k
(b) M.P.
(c) W.B.
(d) Rajasthan
উত্তর: A
প্রশ্ন:৫
কোন্ মেরুদণ্ডী প্রাণী সর্বাধিক বিপন্ন ?
(a) পাখি
(b) মাছ
(c) স্তন্যপায়ী
(d) সরীসৃপ
উত্তর: B
প্রশ্ন:৬
সুন্দরবনে প্রধানত কোন্ প্রজাতির উদ্ভিদ দেখা যায় ?
(a) অ্যালপাইন
(b) ম্যানগ্রোভ
(c) তৃণভূমি
(d) জাঙ্গল উদ্ভিদ
উত্তর: B
প্রশ্ন:৭
জাতীয় বৃক্ষ কোনটি ?
(a) Mangifera indica
(b) Azadirachta indica
(c) Ficus benghalensis
(d) কোনােটিই নয়
উত্তর: C
প্রশ্ন:৮
ভারতবর্ষে বর্তমান উদ্ভিদ প্রজাতির সংখ্যা—
(a) 45,000
(b) 80,000
(c) 40,000
(d) 58,000
উত্তর: A
প্রশ্ন:৯
'Red Data Book' এর অন্তর্গত কোনটি ?
(a) Threatened
(b) Endangerd
(c) Vulnerable
(d) সব কয়টি
উত্তর: D
প্রশ্ন:১০
সিমলিপাল হল—
(a) ন্যাশনাল পার্ক
(b) চিড়িয়াখানা
(c) বায়ােস্ফিয়ার রিজার্ভ
(d) স্যাংচুয়ারি
উত্তর: C
⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇
⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇

Comments
Post a Comment