দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - বহু বিকল্পভিত্তিক প্রশ্ন বিভাগ ১: চলনের প্রাথমিক ধারণা ও জগদীশচন্দ্র বসু প্রশ্নঃ১. উদ্দীপকের প্রভাবে জীবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালনকে কী বলে? (ক) গমন (খ) চলন (গ) রেচন (ঘ) পুষ্টি উত্তর: (খ) চলন প্রশ্নঃ২. যে প্রক্রিয়ায় জীব স্বেচ্ছায় সামগ্রিক স্থান পরিবর্তন করে তাকে কী বলে? (ক) চলন (খ) বিচলন (গ) গমন (ঘ) উদ্দীপনা উত্তর: (গ) গমন
WBCS Special VSQs
Biology
জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান
প্রশ্ন:১
দু-প্রকার স্লাইম মােল্ডের নাম লেখাে।
উত্তর:
প্লাজমােডিয়াল এবং সেলুলার।
প্রশ্ন:২
একটি প্রােটোজোয়ার নাম করাে যে অযৌন জনন ও বাইনারি ফিসানের মাধ্যমে জনন সম্পন্ন করে।
উত্তর:
প্যারামিসিয়াম।
প্রশ্ন:৩
ম্যালেরিয়ার পরজীবী কোন্ পর্বভুক্ত ?
উত্তর:
পরজীবী প্রােটোজোয়া—স্পােরােজোয়া।
প্রশ্ন:৪
কোন্ ধরনের কোশের বিন্যাস প্রােটিস্টা রাজ্যে দেখা যায় ?
উত্তর:
ইউক্যারিওটিক কোশীয় বিন্যাস।
প্রশ্ন:৫
কোন্ ধরনের প্রােটোজোয়া অন্ত্রে বসবাস করে ?
উত্তর:
Trichonymph (ট্রাইকোনিম্ফ)।
প্রশ্ন:৬
কোন্ ধরনের চলন ইউগ্লিনা এবং প্যারামিসিয়ামে দেখা যায় ?
উত্তর:
ফ্লাজেলার এবং সিলিয়ারি চলন।
প্রশ্ন:৭
মানবদেহের মধ্যে কোন্ অঙ্গ Plamodium দ্বারা আক্রান্ত হয় ?
উত্তর:
লােহিত রক্তকণিকা, যকৃৎ।
প্রশ্ন:৮
কোন্ প্রকার জীবেরা প্রােটিস্টা রাজ্যের অন্তর্ভুক্ত ?
উত্তর:
জলে বসবাসকারী ইউক্যারিওটিক এককোশীয় অণুজীব গােষ্ঠী।
প্রশ্ন:৯
প্রােটিস্টদের গমনাঙ্গের নাম কী কী ?
উত্তর:
সিউডােপােডিয়া, ফ্ল্যাজেলা, সিলিয়া।
প্রশ্ন:১০
Leishmania donovani কোন্ রোগের জন্য দায়ী ?
উত্তর:
কালাজ্বর।
✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷
✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷

Comments
Post a Comment