নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
WBCS Special VSQs
Biology
জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান
প্রশ্ন:১
দু-প্রকার স্লাইম মােল্ডের নাম লেখাে।
উত্তর:
প্লাজমােডিয়াল এবং সেলুলার।
প্রশ্ন:২
একটি প্রােটোজোয়ার নাম করাে যে অযৌন জনন ও বাইনারি ফিসানের মাধ্যমে জনন সম্পন্ন করে।
উত্তর:
প্যারামিসিয়াম।
প্রশ্ন:৩
ম্যালেরিয়ার পরজীবী কোন্ পর্বভুক্ত ?
উত্তর:
পরজীবী প্রােটোজোয়া—স্পােরােজোয়া।
প্রশ্ন:৪
কোন্ ধরনের কোশের বিন্যাস প্রােটিস্টা রাজ্যে দেখা যায় ?
উত্তর:
ইউক্যারিওটিক কোশীয় বিন্যাস।
প্রশ্ন:৫
কোন্ ধরনের প্রােটোজোয়া অন্ত্রে বসবাস করে ?
উত্তর:
Trichonymph (ট্রাইকোনিম্ফ)।
প্রশ্ন:৬
কোন্ ধরনের চলন ইউগ্লিনা এবং প্যারামিসিয়ামে দেখা যায় ?
উত্তর:
ফ্লাজেলার এবং সিলিয়ারি চলন।
প্রশ্ন:৭
মানবদেহের মধ্যে কোন্ অঙ্গ Plamodium দ্বারা আক্রান্ত হয় ?
উত্তর:
লােহিত রক্তকণিকা, যকৃৎ।
প্রশ্ন:৮
কোন্ প্রকার জীবেরা প্রােটিস্টা রাজ্যের অন্তর্ভুক্ত ?
উত্তর:
জলে বসবাসকারী ইউক্যারিওটিক এককোশীয় অণুজীব গােষ্ঠী।
প্রশ্ন:৯
প্রােটিস্টদের গমনাঙ্গের নাম কী কী ?
উত্তর:
সিউডােপােডিয়া, ফ্ল্যাজেলা, সিলিয়া।
প্রশ্ন:১০
Leishmania donovani কোন্ রোগের জন্য দায়ী ?
উত্তর:
কালাজ্বর।
✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷
✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷
Comments
Post a Comment