নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
WBCS Special VSQs
Biology
জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান
প্রশ্ন:১
কর্টিকোলস লাইকেন কী ?
উত্তর:
যে প্রকার লাইকেন ক্রান্তীয় অঞ্চলে গাছের ছালের উপর জন্মায়।
প্রশ্ন:২
ব্যাসিডিওলাইকেন কী ?
উত্তর:
যে লাইকেনের ছত্রাক অংশীদারটি ব্যাসিডিওমাইকোটিনার অন্তর্ভুক্ত। উদাহরণ-Corella।
প্রশ্ন:৩
দাবানল ছড়াতে সাহায্যকারী লাইকেন কী ?
উত্তর:
Usnea।
প্রশ্ন:৪
মাইকোবায়ন্ট কী ?
উত্তর:
লাইকেনের ছত্রাক উপাদানকে মাইকোবায়ন্ট বলে।
প্রশ্ন:৫
লিটমাস প্রস্তুতিতে কোন্ লাইকেন ভূমিকা নেয় ?
উত্তর:
Roccella montaignei।
প্রশ্ন:৬
অ্যাসকোগােনিয়াম কী ?
উত্তর:
লাইকেনের বহুকোশী স্ত্রীজননাঙ্গকে অ্যাসকোগােনিয়াম বলে।
প্রশ্ন:৭
লাইকেন কী কী রাসায়নিক পদার্থ উৎপাদন করে ?
উত্তর:
উসনিক অ্যাসিড, জিওরিন, বেনজাইল এস্টার ইত্যাদি।
প্রশ্ন:৮
পাইরেনোকাৰ্পি কী ?
উত্তর:
যে অ্যাসকোলাইকেনের ফলদেহ ফ্লাস্কের মতাে। উদাহরণ-Dermatocarpon।
প্রশ্ন:৯
টেরিকোলস লাইকেন কী ?
উত্তর:
যে প্রকার লাইকেন উয় ও আর্দ্র অঞ্চলের মাটিতে দেখা যায়।
প্রশ্ন:১০
খাদ্য হিসেবে কোন্ লাইকেনকে গ্রহণ করা হয় ?
উত্তর:
Cetraria islandica।
✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷
✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷
Comments
Post a Comment