দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - বহু বিকল্পভিত্তিক প্রশ্ন বিভাগ ১: চলনের প্রাথমিক ধারণা ও জগদীশচন্দ্র বসু প্রশ্নঃ১. উদ্দীপকের প্রভাবে জীবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালনকে কী বলে? (ক) গমন (খ) চলন (গ) রেচন (ঘ) পুষ্টি উত্তর: (খ) চলন প্রশ্নঃ২. যে প্রক্রিয়ায় জীব স্বেচ্ছায় সামগ্রিক স্থান পরিবর্তন করে তাকে কী বলে? (ক) চলন (খ) বিচলন (গ) গমন (ঘ) উদ্দীপনা উত্তর: (গ) গমন
WBCS Special VSQs
Biology
জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান
প্রশ্ন:১
কর্টিকোলস লাইকেন কী ?
উত্তর:
যে প্রকার লাইকেন ক্রান্তীয় অঞ্চলে গাছের ছালের উপর জন্মায়।
প্রশ্ন:২
ব্যাসিডিওলাইকেন কী ?
উত্তর:
যে লাইকেনের ছত্রাক অংশীদারটি ব্যাসিডিওমাইকোটিনার অন্তর্ভুক্ত। উদাহরণ-Corella।
প্রশ্ন:৩
দাবানল ছড়াতে সাহায্যকারী লাইকেন কী ?
উত্তর:
Usnea।
প্রশ্ন:৪
মাইকোবায়ন্ট কী ?
উত্তর:
লাইকেনের ছত্রাক উপাদানকে মাইকোবায়ন্ট বলে।
প্রশ্ন:৫
লিটমাস প্রস্তুতিতে কোন্ লাইকেন ভূমিকা নেয় ?
উত্তর:
Roccella montaignei।
প্রশ্ন:৬
অ্যাসকোগােনিয়াম কী ?
উত্তর:
লাইকেনের বহুকোশী স্ত্রীজননাঙ্গকে অ্যাসকোগােনিয়াম বলে।
প্রশ্ন:৭
লাইকেন কী কী রাসায়নিক পদার্থ উৎপাদন করে ?
উত্তর:
উসনিক অ্যাসিড, জিওরিন, বেনজাইল এস্টার ইত্যাদি।
প্রশ্ন:৮
পাইরেনোকাৰ্পি কী ?
উত্তর:
যে অ্যাসকোলাইকেনের ফলদেহ ফ্লাস্কের মতাে। উদাহরণ-Dermatocarpon।
প্রশ্ন:৯
টেরিকোলস লাইকেন কী ?
উত্তর:
যে প্রকার লাইকেন উয় ও আর্দ্র অঞ্চলের মাটিতে দেখা যায়।
প্রশ্ন:১০
খাদ্য হিসেবে কোন্ লাইকেনকে গ্রহণ করা হয় ?
উত্তর:
Cetraria islandica।
✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷
✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷

Comments
Post a Comment