দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - বহু বিকল্পভিত্তিক প্রশ্ন বিভাগ ১: চলনের প্রাথমিক ধারণা ও জগদীশচন্দ্র বসু প্রশ্নঃ১. উদ্দীপকের প্রভাবে জীবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালনকে কী বলে? (ক) গমন (খ) চলন (গ) রেচন (ঘ) পুষ্টি উত্তর: (খ) চলন প্রশ্নঃ২. যে প্রক্রিয়ায় জীব স্বেচ্ছায় সামগ্রিক স্থান পরিবর্তন করে তাকে কী বলে? (ক) চলন (খ) বিচলন (গ) গমন (ঘ) উদ্দীপনা উত্তর: (গ) গমন
WBCS Special MCQs
Biology
জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান
প্রশ্ন:১
বিভিন্ন প্রজাতির বাঁশের উদ্যানকে বলে—
(a) আর্কিবেরিয়াম
(b) পাইনেটাম
(c) বামবুসেটাম
(d) হার্বেরিয়াম
উত্তর: C
প্রশ্ন:২
বিভিন্ন প্রাণী প্রদর্শিত ও সংরক্ষিত করা হয়—
(a) চিড়িয়াখানায়
(b) উদ্ভিদ উদ্যানে
(c) মিউজিয়ামে
(d) হার্বেরিয়ামে
উত্তর: A
প্রশ্ন:৩
ঐতিহাসিক উপাদান প্রদর্শিত হয়—
(a) ঐতিহাসিক মিউজিয়ামে
(b) বিজ্ঞান মিউজিয়ামে
(c) ওয়েব মিউজিয়ামে
(d) সাধারণ মিউজিয়ামে
উত্তর: A
প্রশ্ন:৪
বহিরাগত জীবের সংরক্ষণকে বলে—
(a) এক্স সিটু সংরক্ষণ
(b) ইন সিটু সংরক্ষণ
(c) a ও b উভয়ই
(d) কোনােটিই নয়
উত্তর: A
প্রশ্ন:৫
উদ্ভিদ উদ্যানে বীজ ব্যাংক স্থাপন করে কি করা হয় ?
(a) জার্মপ্লাজম সংরক্ষণ
(b) এক্স সিটু সংরক্ষণ
(c) a ও b উভয়ই
(d) কোনােটিই নয়
উত্তর: A
প্রশ্ন:৬
সজীব উদ্ভিদকে প্রতিপালিত করা হয়—
(a) উদ্ভিদ উদ্যানে
(b) চিড়িয়াখানায়
(c) মিউজিয়ামে
(d) হার্বেরিয়ামে
উত্তর: A
প্রশ্ন:৭
অর্কিডের উদ্যানকে বলে—
(a) বামবুসেটাম
(b) অর্কিডেরিয়াম
(c) পাইনেটাম
(d) সবকটি
উত্তর: B
প্রশ্ন:৮
গৌহাটি জু আছে—
(a) লখনউতে
(b) অসমে
(c) রাজস্থানে
(d) পশ্চিমবঙ্গে
উত্তর: B
প্রশ্ন:৯
জীবজন্তুকে প্রদর্শিত ও সংরক্ষিত করা হয়—
(a) চিড়িয়াখানায়
(b) উদ্ভিদ উদ্যানে
(c) মিউজিয়ামে
(d) হার্বেরিয়ামে
উত্তর: C
প্রশ্ন:১০
উদ্ভিদের নমুনা সংরক্ষণকারী গৃহকে বলে—
(a) হার্বেরিয়াম
(b) পাইনেটাম
(c) বামবুসেটাম
(d) চিড়িয়াখানা
উত্তর: A
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸

Comments
Post a Comment