দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - বহু বিকল্পভিত্তিক প্রশ্ন বিভাগ ১: চলনের প্রাথমিক ধারণা ও জগদীশচন্দ্র বসু প্রশ্নঃ১. উদ্দীপকের প্রভাবে জীবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালনকে কী বলে? (ক) গমন (খ) চলন (গ) রেচন (ঘ) পুষ্টি উত্তর: (খ) চলন প্রশ্নঃ২. যে প্রক্রিয়ায় জীব স্বেচ্ছায় সামগ্রিক স্থান পরিবর্তন করে তাকে কী বলে? (ক) চলন (খ) বিচলন (গ) গমন (ঘ) উদ্দীপনা উত্তর: (গ) গমন
WBCS Special VSQs
Biology
জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান
প্রশ্ন:১
প্রথম জীবের শ্রেণিবিভাগ করেন কে ?
উত্তর:
অ্যারিস্টটল।
প্রশ্ন:২
পলিটাইপিক জেনেরা কী ?
উত্তর:
যে সকল গণের একাধিক প্রজাতি থাকে।
প্রশ্ন:৩
ব্যাকটেরিয়াকে প্রথম পর্যবেক্ষণ করেন কে ?
উত্তর:
Leeuwenhoek।
প্রশ্ন:৪
কোন্ প্রকার ভাইরাস, ব্যাকটেরিয়াকে আক্রমণ করে ?
উত্তর:
ব্যাকটেরিওফাজ।
প্রশ্ন:৫
প্রজাতি শব্দটি প্রথম ব্যবহার করেন কে ?
উত্তর:
John Ray।
প্রশ্ন:৬
ICBN-এর পুরাে নাম কী ?
উত্তর:
International Code of Botanical Nomenclature।
প্রশ্ন:৭
ভাইরাসের বাইরের প্রােটিন আবরণকে কী বলে ?
উত্তর:
ক্যাপসিড।
প্রশ্ন:৮
একটি এককোশী ইউক্যারিওটিক জীবযুক্ত রাজ্য কী ?
উত্তর:
প্রােটিস্টা।
প্রশ্ন:৯
একটি পতঙ্গভুক্ত উদ্ভিদের নাম কী ?
উত্তর:
Nepenthes।
প্রশ্ন:১০
পাঁচরাজ্য শ্রেণিবিন্যাস আবিষ্কার করেন কে ?
উত্তর:
Robert H. Whittaker।
✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷
✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷

Comments
Post a Comment