নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
WBCS Special VSQs
Biology
জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান
প্রশ্ন:১
প্রথম জীবের শ্রেণিবিভাগ করেন কে ?
উত্তর:
অ্যারিস্টটল।
প্রশ্ন:২
পলিটাইপিক জেনেরা কী ?
উত্তর:
যে সকল গণের একাধিক প্রজাতি থাকে।
প্রশ্ন:৩
ব্যাকটেরিয়াকে প্রথম পর্যবেক্ষণ করেন কে ?
উত্তর:
Leeuwenhoek।
প্রশ্ন:৪
কোন্ প্রকার ভাইরাস, ব্যাকটেরিয়াকে আক্রমণ করে ?
উত্তর:
ব্যাকটেরিওফাজ।
প্রশ্ন:৫
প্রজাতি শব্দটি প্রথম ব্যবহার করেন কে ?
উত্তর:
John Ray।
প্রশ্ন:৬
ICBN-এর পুরাে নাম কী ?
উত্তর:
International Code of Botanical Nomenclature।
প্রশ্ন:৭
ভাইরাসের বাইরের প্রােটিন আবরণকে কী বলে ?
উত্তর:
ক্যাপসিড।
প্রশ্ন:৮
একটি এককোশী ইউক্যারিওটিক জীবযুক্ত রাজ্য কী ?
উত্তর:
প্রােটিস্টা।
প্রশ্ন:৯
একটি পতঙ্গভুক্ত উদ্ভিদের নাম কী ?
উত্তর:
Nepenthes।
প্রশ্ন:১০
পাঁচরাজ্য শ্রেণিবিন্যাস আবিষ্কার করেন কে ?
উত্তর:
Robert H. Whittaker।
✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷
✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷
Comments
Post a Comment