WBCS Special MCQs
Biology
জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান
প্রশ্ন:১
পতঙ্গপরাগী ফুলের বৈশিষ্ট্য—
(a) বর্ণহীন
(b) ক্ষুদ্র
(c) আকৃতিতে বড়াে
(d) বড়াে, বর্ণময়, সুগন্ধযুক্ত
উত্তর: D
প্রশ্ন:২
পশুর খাদ্য হিসেবে ব্যবহৃত শৈবাল—
(a) ভলভক্স
(b) ল্যামিনারিয়া
(c) ইউলােথ্রিক্স
(d) স্পাইরােগাইরা
উত্তর: B
প্রশ্ন:৩
হেটারােসিস্ট দেখা যায়—
(a) সায়ানােফাইটা শৈবালে
(b) ক্লোরােফাইটা শৈবালে
(c) ফিওফাইটা শৈবালে
(d) সবকটিতেই
উত্তর: A
প্রশ্ন:৪
ফ্লোরিডিয়ান স্টার্চ পাওয়া যায়—
(a) ফিওফাইটায়
(b) রােডােফাইটায়
(c) সায়ানােফাইটায়
(d) সবকটিতেই
উত্তর: B
প্রশ্ন:৫
পৃথিবীর ক্ষুদ্রতম ফুল হল—
(a) Rosa indica
(b) Ranunculus
(c) Colocasia
(d) Wolffia
উত্তর: D
প্রশ্ন:৬
সিস্টোকার্প দেখা যায়—
(a) স্পাইরােগাইরায়
(b) ইউলােথ্রিক্সে
(c) পলিসাইফোনিয়ায়
(d) ভলভক্সে
উত্তর: C
প্রশ্ন:৭
সঞ্চিত খাদ্য রূপে ল্যামিনারিন ও ম্যানিটল দেখা যায়—
(a) রােডােফাইটায়
(b) ফিওফাইটায়
(c) সায়ানােফাইটায়
(d) কোনােটিই নয়
উত্তর: B
প্রশ্ন:৮
প্যারাসুট প্রক্রিয়ায় বীজের বিস্তার ঘটে—
(a) সরষে
(b) টম্যাটো
(c) তুলাে
(d) টেরাক্সাকাম
উত্তর: D
প্রশ্ন:৯
পলিসাইফোনিয়া জন্মায়—
(a) স্থলে
(b) সমুদ্রে
(c) পুকুরে
(d) বৃহৎ উদ্ভিদের শাখায়
উত্তর: B
প্রশ্ন:১০
খন্ডীভবন পদ্ধতিতে জনন সম্পন্ন করে—
(a) স্পাইরােগাইরা
(b) ভলভক্স
(c) উডোগােনিয়াম
(d) ল্যামিনারিয়া
উত্তর: C
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸
জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান, সেট ৩৪[PREV]
জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান, সেট ৩৬[NEXT]
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸
Comments
Post a Comment