WBCS Special MCQs
Biology
জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান
প্রশ্ন:১
কোন্ জোড়াটির মিল নেই ?
(a) Apis indica—মধু
(b) Kekia lacca—লাক্ষা
(c) Bombyx mori—রেশম
(d) Pila globosa—মুক্তা
উত্তর: D
প্রশ্ন:২
সম্পূর্ণরূপে সামুদ্রিক প্রাণী নিয়ে গঠিত পর্বটি কী ?
(a) আর্থ্রোপােডা
(b) সিলেনটারেটা
(c) একাইনােডার্মাটা
(d) মােলাস্কা
উত্তর: C
প্রশ্ন:৩
ক্যাটল ফিশ কোন্ গােষ্ঠীর প্রাণী ?
(a) একাইনােডার্মাটা
(b) মোলাস্কা
(c) মেরুদণ্ডী প্রাণী
(d) উভচর
উত্তর: B
প্রশ্ন:৪
কোন্ প্রাণীর সাধারণ নাম ডেভিল ফিশ ?
(a) Sepia
(b) Loligo
(c) Octopus
(d) Star fish
উত্তর: C
প্রশ্ন:৫
কোন্ প্রাণীরা ফেরােমােনের সাহায্যে যােগাযােগ রক্ষা করে ?
(a) পতঙ্গ
(b) পাখি
(c) অ্যানিলিডা
(d) শামুক
উত্তর: A
প্রশ্ন:৬
অসফ্রাডিয়াম কোন্ কাজে সহায়তা করে ?
(a) খাদ্যগ্রহণে
(b) পুষ্টিতে
(c) বিপাকে
(d) খাদ্য নির্বাচন ও বর্জনে
উত্তর: D
প্রশ্ন:৭
'Lady bird beetle' হল একপ্রকারের ?
(a) পতঙ্গ
(b) পাখি
(c) সরীসৃপ
(d) উভচর
উত্তর: A
প্রশ্ন:৮
কালিগ্রন্থি কোন্ প্রাণীতে পাওয়া যায় ?
(a) Fasciola hepatica
(b) Asterias
(c) Pila
(d) Sepia
উত্তর: D
প্রশ্ন:৯
'Sea larva' হল একপ্রকারের—
(a) Pila
(b) Sepia
(c) Aplysia
(d) Teredo
উত্তর: C
প্রশ্ন:১০
পতঙ্গদের থাকে—
(a) দু-জোড়া পা
(b) তিনজোড়া পা
(c) চারজোড়া পা
(d) পাঁচজোড়া পা
উত্তর: B
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸
জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান, সেট ৩৭[PREV]
জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান, সেট ৩৯[NEXT]
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸
Comments
Post a Comment