WBCS Special MCQs
Biology
জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান
প্রশ্ন:১
Rhizopus-এর হাইফা যার মাধ্যমে পরিপােষক শোষণ করে তাকে বলা হয়—
(a) স্পােরানজিওফোর
(b) রাইজয়েডস
(c) স্টোলন
(d) গ্যামেটানজিয়া
উত্তর: B
প্রশ্ন:২
নিম্নলিখিত কোন্ ক্ষেত্রে সিউডোমাইসেলিয়াম গঠিত হয় ?
(a) Rhizopus
(b) Alternaria
(c) Penicillium
(d) Saccharomyces
উত্তর: D
প্রশ্ন:৩
ছত্রাক, যখন মূলের চারপাশে বৃদ্ধিলাভ করে তখন তাকে বলে—
(a) এন্ডােমাইকোরাইজা
(b) এক্টোমাইকোরাইজা
(c) রাইজোমৰ্ফ
(d) হস্টোরিয়া
উত্তর: B
প্রশ্ন:৪
ছত্রাকের রেণু হল—
(a) অযৌন
(b) বৃদ্ধি পেয়ে সরাসরি জীবে পরিণত হয়
(c) বায়ু দ্বারা বাহিত হয়
(d) b এবং c উভয়ই
উত্তর: D
প্রশ্ন:৫
নিম্নলিখিত কোন্ জীবকে বেয়ার-রক গঠনকালে দেখা যায় ?
(a) মস্
(b) লাইকেন
(c) ফার্ন
(d) ঘাস
উত্তর: B
প্রশ্ন:৬
নিম্নলিখিত কোনটিকে বিয়ােজক শ্রেণির জীবের পুষ্টি পদ্ধতি বলে ?
(a) প্যারাসাইটিক
(b) স্যাপ্রােফাইটিক
(c) ইনজেশন
(d) কেমােসিন্থেসিস
উত্তর: B
প্রশ্ন:৭
মাটির উপরিভাগে মাশরুমের অংশটি দেখা যায়—
(a) জাইগােস্পাের
(b) ব্যাসিডিওকার্প
(c) অ্যাসকোগােনিয়াম
(d) অ্যাসকোকার্প
উত্তর: B
প্রশ্ন:৮
অ্যাসকোমাইকোটিনার স্ত্রী গ্যামেটাঞ্জিয়ামকে বলা হয়—
(a) অ্যাসকোকার্প
(b) অ্যাসকোগােনিয়াম
(c) ক্লিস্টোথেসিয়াম
(d) পেরিথেসিয়াম
উত্তর: B
প্রশ্ন:৯
নিম্নলিখিত কোন্ বৈশিষ্ট্যটি Rhizopus-এর নয় ?
(a) জুস্পােরস
(b) কলুমেলা
(c) স্পােরাঞ্জিওফোর
(d) ফিলামেন্টযুক্ত হাইফা
উত্তর: A
প্রশ্ন:১০
Rhizopus-এর যৌন মিলন নিম্নলিখিত কোন্ দুটির মধ্যে ঘটে—
(a) গ্যামেটানজিয়া
(b) গ্যামেটস
(c) স্পােরানজিয়া
(d) হাইফা
উত্তর: A
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸
জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান, সেট ৯[PREV]
জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান, সেট ১১[NEXT]
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸
Comments
Post a Comment