WBCS Special VSQs
Biology
জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান
প্রশ্ন:১
কোন্ কোন্ ব্যাকটেরিয়া টিটেনাস ও কলেরা রােগের জন্য দায়ী ?
উত্তর:
Clostridium tetani ও Vibrio cholerae।
প্রশ্ন:২
সায়ানােব্যাকটেরিয়ার লাল রঞ্জকের নাম কী ?
উত্তর:
C-ফাইকোএরিথ্রিন।
প্রশ্ন:৩
মনেরা রাজ্যকে কোন্ দুই প্রধান বিভাগে ভাগ করা হয়েছে ?
উত্তর:
আর্কিব্যাকটেরিয়া, ইউব্যাকটেরিয়া।
প্রশ্ন:৪
এরিথ্রোমাইসিন কোন্ অণুজীব থেকে উৎপন্ন করা হয় ?
উত্তর:
অ্যাকটিনােমাইসেটিস থেকে।
প্রশ্ন:৫
একটি সিমবায়ােটিক ব্যাকটেরিয়ার নাম বলাে।
উত্তর:
Rhizobium।
প্রশ্ন:৬
কোন্ প্রকার ভাইরাস ব্যাকটেরিয়াকে আক্রমণ করে ?
উত্তর:
ব্যাকটেরিওফাজ।
প্রশ্ন:৭
কেমোঅটোট্রপিক ব্যাকটেরিয়ার নাম কী ?
উত্তর:
নাইট্রিফাইং ব্যাকটেরিয়া।
প্রশ্ন:৮
কোন্ ধরনের নিউক্লিক অ্যাসিড TMV-তে দেখা যায় ?
উত্তর:
RNA।
প্রশ্ন:৯
বৃহত্তর ব্যাকটেরিয়ার নাম কী ?
উত্তর:
Thiophysa volutans (Sulphur bacteria)।
প্রশ্ন:১০
সাইট্রাস ক্যাঙ্কর রােগের জন্য দায়ী কোন্ ব্যাকটেরিয়া ?
উত্তর:
Xanthomonas citri।
✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷
জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান, সেট ১২[PREV]
জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান, সেট ১৪[NEXT]
✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷
Comments
Post a Comment