WBCS Special MCQsBiologyজীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান
প্রশ্ন:১
মাইকোরাইজা হল—
(a) লাইকেন দ্বারা গঠিত অযৌন জনন একক
(b) মাইসেলিয়াম যা ফায়ারি-রিং তৈরি করে
(c) দৃঢ় ডাইক্যারিওটিক হাইফা যা ব্যাসিডিওকার্প গঠন করে
(d) মিথােজীবীয় সম্পর্ক উদ্ভিদ মূল ও ছত্রাকের মধ্যে
উত্তর: D
প্রশ্ন:২
লিটমাস্ এক প্রাকৃতিক ডাই যা পাওয়া যায়—
(a) ভাইরাস থেকে
(b) অ্যাকটিনােমাইসিটিস থেকে
(c) ছত্রাক থেকে
(d) লাইকেন থেকে
উত্তর: D
প্রশ্ন:৩
প্রত্যেক ছত্রাক হল—
(a) সিমবায়ন্টস
(b) হেটারােট্রপস
(c) স্যাপরােফাইটস
(d) প্যারাসাইটস
উত্তর: B
প্রশ্ন:৪
অ্যাসকোমাইকোটিনার মধ্যে ক্যারিওগ্যামি ঘটে—
(a) অ্যাসকোগােনিয়াম
(b) অ্যানথেরিডিয়াম
(c) অ্যাসকাস
(d) অ্যাসকোজেনাস হাইফা
উত্তর: D
প্রশ্ন:৫
ছত্রাকের ট্যাক্সোনমি কার ওপর নির্ভর করে ?
(a) যৌন জননাঙ্গ
(b) স্পােরােকার্পের আকৃতি
(c) পুষ্টি পদ্ধতি
(d) কোষপ্রাচীরের প্রকার
উত্তর: A
প্রশ্ন:৬
এক্টোট্রপিক মাইকোরাইজা দেখা যায়—
(a) পাইনাস
(b) অর্কিড
(c) রিকসিয়া
(d) অসিমাম
উত্তর: A
প্রশ্ন:৭
নিম্নলিখিত কোন্ গঠন ছত্রাকের অযৌন জননের সঙ্গে সম্পর্কিত ?
(a) অ্যাসকোস্পাের
(b) জাইগােস্পাের
(c) ব্যাসিডিওস্পাের
(d) কনিডিয়া
উত্তর: D
প্রশ্ন:৮
অ্যাসকোমাইসিটিস-এর অযৌন রেণুকে বলে—
(a) ব্যাসিডিও স্পাের
(b) কনিডিয়া
(c) জাইগােম্পাের
(d) অ্যাসকোস্পাের
উত্তর: B
প্রশ্ন:৯
পেনিসিলিন আবিষ্কার করেন—
(a) Alexender Fleming
(b) A.F. Blakeslee
(c) K.C. Meheta
(d) Martin
উত্তর: A
প্রশ্ন:১০
পরজীবী ছত্রাকের বিশেষ ধরনের হাইফা থাকে, যাকে বলে—
(a) হস্টোরিয়া
(b) সােরেডিয়া
(c) অ্যাসকোগোনিয়া
(d) কনিডিয়া
উত্তর: A
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸
জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান, সেট ১[PREV]
জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান, সেট ৩[NEXT]
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸
Comments
Post a Comment