দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - বহু বিকল্পভিত্তিক প্রশ্ন বিভাগ ১: চলনের প্রাথমিক ধারণা ও জগদীশচন্দ্র বসু প্রশ্নঃ১. উদ্দীপকের প্রভাবে জীবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালনকে কী বলে? (ক) গমন (খ) চলন (গ) রেচন (ঘ) পুষ্টি উত্তর: (খ) চলন প্রশ্নঃ২. যে প্রক্রিয়ায় জীব স্বেচ্ছায় সামগ্রিক স্থান পরিবর্তন করে তাকে কী বলে? (ক) চলন (খ) বিচলন (গ) গমন (ঘ) উদ্দীপনা উত্তর: (গ) গমন
WBCS Special VSQsBiologyবাস্তব্যবিদ্যা ও পরিবেশ
প্রশ্ন:১
তেজস্ক্রিয় দূষণের ফলে কী কী অস্বাভাবিক রােগ লক্ষণ প্রকাশ পায় ?
উত্তর: লিউকেমিয়া, অস্থি টিউমার, প্রজননিক অস্বাভাবিকত্ব ইত্যাদি।
প্রশ্ন:২
চিপকো আন্দোলনের সূত্রপাত কবে হয় ?
উত্তর: 1970 খ্রিস্টাব্দে।
প্রশ্ন:৩
ওজোন কী ?
উত্তর: হালকা নীলাভ, আঁশটে গন্ধযুক্ত এক বিশেষ প্রকারের গ্যাস।
প্রশ্ন:৪
কবে, কার নেতৃত্বে দাসসালী গ্রাম স্বরাজ্য মণ্ডল আন্দোলনের সূত্রপাত হয় ?
উত্তর: 1964 খ্রিস্টাব্দে চণ্ডী প্রসাদ ভট্টের নেতৃত্বে এই আন্দোলনের সূত্রপাত হয়।
প্রশ্ন:৫
বিপজ্জনক বর্জ কী ?
উত্তর: যেসকল বজর্বস্তু মানুষসহ প্রাণীদের ভয়ানক ক্ষতিসাধন করে।
প্রশ্ন:৬
চিপকো আন্দোলনের কোন্ আন্দোলনকারীকে 'Ramon Magsaysay Award'-এ সম্মানিত করা হয় ?
উত্তর: চণ্ডী প্রসাদ ভট্ট।
প্রশ্ন:৭
কঠিন বর্জ্য কাকে বলে ?
উত্তর: যেসব কঠিন বস্তু অব্যবহৃত এবং অভঙ্গুর প্রকৃতির হয়।
প্রশ্ন:৮
চিপকো আন্দোলনের নেতা কে ছিলেন ?
উত্তর: সুন্দরলাল বহুগুণা।
প্রশ্ন:৯
ডিফরেস্টেশন কী ?
উত্তর: অরণ্য বা বনাঞ্চল ধ্বংস করাকে ডিফরেস্টেশন বলে।
প্রশ্ন:১০
গ্রিন হাউস গ্যাসগলি কী কী ?
উত্তর: কার্বন ডাইঅক্সাইড (CO2), মিথেন (CH4), নাইট্রাস অক্সাইড (N2O) ইত্যাদি।
🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕
🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕

Comments
Post a Comment