নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
WBCS Special VSQsBiologyবাস্তব্যবিদ্যা ও পরিবেশ
প্রশ্ন:১
তেজস্ক্রিয় দূষণের ফলে কী কী অস্বাভাবিক রােগ লক্ষণ প্রকাশ পায় ?
উত্তর: লিউকেমিয়া, অস্থি টিউমার, প্রজননিক অস্বাভাবিকত্ব ইত্যাদি।
প্রশ্ন:২
চিপকো আন্দোলনের সূত্রপাত কবে হয় ?
উত্তর: 1970 খ্রিস্টাব্দে।
প্রশ্ন:৩
ওজোন কী ?
উত্তর: হালকা নীলাভ, আঁশটে গন্ধযুক্ত এক বিশেষ প্রকারের গ্যাস।
প্রশ্ন:৪
কবে, কার নেতৃত্বে দাসসালী গ্রাম স্বরাজ্য মণ্ডল আন্দোলনের সূত্রপাত হয় ?
উত্তর: 1964 খ্রিস্টাব্দে চণ্ডী প্রসাদ ভট্টের নেতৃত্বে এই আন্দোলনের সূত্রপাত হয়।
প্রশ্ন:৫
বিপজ্জনক বর্জ কী ?
উত্তর: যেসকল বজর্বস্তু মানুষসহ প্রাণীদের ভয়ানক ক্ষতিসাধন করে।
প্রশ্ন:৬
চিপকো আন্দোলনের কোন্ আন্দোলনকারীকে 'Ramon Magsaysay Award'-এ সম্মানিত করা হয় ?
উত্তর: চণ্ডী প্রসাদ ভট্ট।
প্রশ্ন:৭
কঠিন বর্জ্য কাকে বলে ?
উত্তর: যেসব কঠিন বস্তু অব্যবহৃত এবং অভঙ্গুর প্রকৃতির হয়।
প্রশ্ন:৮
চিপকো আন্দোলনের নেতা কে ছিলেন ?
উত্তর: সুন্দরলাল বহুগুণা।
প্রশ্ন:৯
ডিফরেস্টেশন কী ?
উত্তর: অরণ্য বা বনাঞ্চল ধ্বংস করাকে ডিফরেস্টেশন বলে।
প্রশ্ন:১০
গ্রিন হাউস গ্যাসগলি কী কী ?
উত্তর: কার্বন ডাইঅক্সাইড (CO2), মিথেন (CH4), নাইট্রাস অক্সাইড (N2O) ইত্যাদি।
🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕
🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕
Comments
Post a Comment