WBCS Special MCQs
Biology
জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান
প্রশ্ন:১
এলিফ্যানটিসিয়েসি রােগের কারণ হল—
(a) Entamoeba
(b) Ascaris
(c) Wuchereria
(d) Tsetse fly
উত্তর:
প্রশ্ন:২
কেঁচোর দেহের কোন্ খণ্ডকে সিটা থাকে না ?
(a) ক্লাইটেলাম
(b) প্রথম খণ্ড
(c) শেষ খণ্ড
(d) ক্লাইটেলাম, প্রথম ও শেষ খণ্ড
উত্তর: D
প্রশ্ন:৩
কেঁচো ও আরশােলার সাধারণ বৈশিষ্ট্য কোনটি ?
(a) নেফ্রিডিয়াম
(b) ম্যালপিজিয়ান নালিকা
(c) নিরেট অঙ্কীয় স্নায়ুরজ্জু
(d) মুক্ত সংবহনতন্ত্র
উত্তর: C
প্রশ্ন:৪
নীচের কোনটি অ্যানিলিডার বৈশিষ্ট্য নয় ?
(a) মেটামেরিক সেগমেনটেশন
(b) রেচন অঙ্গ নেফ্রিডিয়া
(c) ক্লাইটেলাম
(d) সিউডােসিলােম
উত্তর: D
প্রশ্ন:৫
কোন্ মৌমাছির দেহে মােমগ্রন্থি পাওয়া যায়—
(a) পুরুষ মৌমাছি
(b) রানি মৌমাছি
(c) শ্রমিক মৌমাছি
(d) স্ত্রী মৌমাছি
উত্তর: C
প্রশ্ন:৬
অ্যানিলিডার রেচন অঙ্গ হল—
(a) স্ট্যাটোসিস্ট
(b) নেফ্রিডিয়া
(c) ম্যালপিজিয়ান নালিকা
(d) বৃক্ক
উত্তর: B
প্রশ্ন:৭
কেঁচোর স্পার্মাথিকার কাজ হল—
(a) ডিম্বাণু উৎপাদন
(b) শুক্রাণু উৎপাদন
(c) অপর কেঁচোর শুক্রাণু সঞ্চয়
(d) অপর কেঁচোর ডিম্বাণু সঞ্চয়
উত্তর: C
প্রশ্ন:৮
ট্রোকোফোর লার্ভা কোথায় দেখা যায় ?
(a) মোলাস্কা ও অ্যানিলিডায়
(b) অ্যানিলিডা ও নিডারিয়ায়
(c) অ্যানিলিডা ও পরিফেরায়
(d) মােলাস্কা ও নিডারিয়ায়
উত্তর: A
প্রশ্ন:৯
বদ্ধ সংবহনতন্ত্র থাকে—
(a) কেঁচোয়
(b) আরশোলায়
(c) ঘাসফড়িং-এ
(d) প্রজাপতিতে
উত্তর: A
প্রশ্ন:১০
সঠিক মিল কোনটি ?
(a) Culex—ম্যালেরিয়া
(b) Entamoeba—কালাজ্বর
(c) Leishmania—স্লিপিং সিকনেস
(d) Wuchereria—ফাইলেরিয়া
উত্তর: D
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸
জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান, সেট ২৮[PREV]
জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান, সেট ৩০[NEXT]
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸
Comments
Post a Comment