দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - বহু বিকল্পভিত্তিক প্রশ্ন বিভাগ ১: চলনের প্রাথমিক ধারণা ও জগদীশচন্দ্র বসু প্রশ্নঃ১. উদ্দীপকের প্রভাবে জীবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালনকে কী বলে? (ক) গমন (খ) চলন (গ) রেচন (ঘ) পুষ্টি উত্তর: (খ) চলন প্রশ্নঃ২. যে প্রক্রিয়ায় জীব স্বেচ্ছায় সামগ্রিক স্থান পরিবর্তন করে তাকে কী বলে? (ক) চলন (খ) বিচলন (গ) গমন (ঘ) উদ্দীপনা উত্তর: (গ) গমন
WBCS Special MCQsBiologyবাস্তব্যবিদ্যা ও পরিবেশ
প্রশ্ন:১
সর্বাধিক দূষিত শহর কোনটি ?
(a) নিউইয়র্ক
(b) বুয়েনস আইরেস
(c) মেক্সিকো
(d) কলকাতা
উত্তর: B
প্রশ্ন:২
মুখ্য বায়ুদূষক হল—
(a) CO2
(b) CO
(c) N2
(d) SO2
উত্তর: B
প্রশ্ন:৩
কোনটি সাধারণত দূষক নয় ?
(a) SO2
(b) CO
(c) CO2
(d) হাইড্রোকার্বন
উত্তর: D
প্রশ্ন:৪
SO2 দূষণের প্রভাব দেখা যায়—
(a) কোশ প্রাচীরে
(b) সাইটোপ্লাজমে
(c) নিউক্লিয়াসে
(d) মেমব্রেন সিস্টেমে
উত্তর: D
প্রশ্ন:৫
যানবাহনের ধোঁয়ায় কোনটি অনুপস্থিত ?
(a) CO
(b) CO2
(c) Fly ash
(d) SO2
উত্তর: C
প্রশ্ন:৬
যানবাহনের ধোঁয়ায় কোন্ ধাতু উপস্থিত থাকে ?
(a) Pb, Zn
(b) Pb, Cd
(c) Al, Cu
(d) Pb, Hg
উত্তর: D
প্রশ্ন:৭
সালফার যুক্ত প্রস্রবণ এবং অগ্নুৎপাত থেকে কী উৎপন্ন হয় ?
(a) PAN
(b) H2S
(c) NOx
(d) O3
উত্তর: B
প্রশ্ন:৮
Pb-ঘটিত দূষণের প্রধান কারণ—
(a) যানবাহনের ধোঁয়া
(b) লেড পেন্সিল
(c) ব্যাটারি
(d) ইলেকট্রনিক যন্ত্রপাতি
উত্তর: A
প্রশ্ন:৯
উন্নত শিল্পাঞ্চলে কোনটি সম্পূর্ণরূপে অনুপস্থিত ?
(a) মস
(b) শৈবাল
(c) ফার্ন
(d) লাইকেন
উত্তর: D
প্রশ্ন:১০
দূষক পদার্থগুলি সাধারণত কত মিটারের উর্দ্ধে যেতে পারে না ?
(a) 160
(b) 60
(c) 16
(d) 116
উত্তর: B
⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞
⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞

Comments
Post a Comment