WBCS Special MCQs
Biology
জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান
প্রশ্ন:১
‘বহুবীজভ্রূণতা' দেখা যায়—
(a) নিটামে
(b) সাইকাসে
(c) পাইনাসে
(d) এফিড্রায়
উত্তর: C
প্রশ্ন:২
‘কুণ্ডলিত মুকুল পত্রবিন্যাস' কোন্ প্রকার উদ্ভিদের বৈশিষ্ট্য ?
(a) গুপ্তবীজী
(b) ব্যক্তবীজী
(c) ফার্ন
(d) মস
উত্তর: C
প্রশ্ন:৩
একটি হেটারােস্পােরাস ফার্নের উদাহরণ হল—
(a) লাইকোপােডিয়াম
(b) ড্রায়ােপটেরিস
(c) মারসিলিয়া
(d) ইকুইজিটাম
উত্তর: C
প্রশ্ন:৪
'Chlorellin' নামক অ্যান্টিবায়ােটিক পাওয়া যায়—
(a) Chara
(b) Chondrus
(c) Chlamydomonas
(d) Chlorella
উত্তর: D
প্রশ্ন:৫
‘আইসােমরফিক ডিপ্লোবায়ােন্টিক' জনুক্রম দেখা যায়—
(a) ফিউকাসে
(b) এক্টোকারপাসে
(c) ড্রায়ােপটেরিসে
(d) স্পাইরােগাইরায়
উত্তর: B
প্রশ্ন:৬
‘Chondrus crispus' নামক লােহিত শৈবাল থেকে পাওয়া যায়—
(a) আর্জিনিন
(b) অ্যালজিনিক অ্যাসিড
(c) ডায়াটমীয় মৃত্তিকা
(d) আগার-আগার
উত্তর: A
প্রশ্ন:৭
‘হেটারােমরফিক ডিপ্লোবায়ােন্টিক' জনুক্রম দেখা যায়—
(a) ফিউকাসে
(b) এক্টোকারপাসে
(c) ড্রোয়ােপটেরিসে
(d) স্পাইরােগাইরায়
উত্তর: C
প্রশ্ন:৮
স্পােরােকার্প দেখা যায়—
(a) বাঁশে
(b) পাইনাসে
(c) স্ফ্যাগনামে
(d) মারসিলিয়ায়
উত্তর: D
প্রশ্ন:৯
‘বায়ােফার্টিলাইজার' হিসেবে ব্যবহৃত হয় এমন একটি ফার্নের নাম হল—
(a) অ্যানাবিনা
(b) নস্টক
(c) শুশনি
(d) অ্যাজোলা
উত্তর: D
প্রশ্ন:১০
ফার্নের তরুণ লিঙ্গধর উদ্ভিদকে বলা হয়—
(a) ট্রি ফার্ন
(b) পত্ৰমঞ্জরি
(c) রেণুপত্র
(d) প্রােটোনিমা
উত্তর: D
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸
জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান, সেট ২৬[PREV]
জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান, সেট ২৮[NEXT]
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸
Comments
Post a Comment