নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
WBCS Special MCQs
Physics
ভৌত রাশির একক ও মাত্রা
প্রশ্ন ১
পাসকাল কিসের একক ?
(a) বিকৃতি
(b) পীড়ন
(c) চাপ
(d) সান্দ্রতাঙ্ক
পাসকাল কিসের একক ?
(a) বিকৃতি
(b) পীড়ন
(c) চাপ
(d) সান্দ্রতাঙ্ক
উত্তর :: B
পীড়ন ও চাপ সমজাতীয় রাশি এবং চাপের একক হল পাসকাল।
প্রশ্ন ২
'ইলেকট্রন - ভোল্ট' কিসের একক ?
(a) তড়িদাধান
(b) তড়িৎ বিভব
(c) তড়িৎক্ষমতা
(d) শক্তি
উত্তর :: D
'ইলেকট্রন - ভোল্ট' হল শক্তির একটি ক্ষুদ্র একক।
প্রশ্ন ৩
নিচের কোন রাশিটির একক প্রতি একক ক্ষেত্রফলে ঘাতের এককের সমান ?
(a) পৃষ্ঠটান
(b) সান্দ্রতা
(c) আয়তন বিকৃতি গুণাঙ্ক
(d) কোনোটিই নয়
নিচের কোন রাশিটির একক প্রতি একক ক্ষেত্রফলে ঘাতের এককের সমান ?
(a) পৃষ্ঠটান
(b) সান্দ্রতা
(c) আয়তন বিকৃতি গুণাঙ্ক
(d) কোনোটিই নয়
উত্তর :: C
প্রতি একক ক্ষেত্রফলে ঘাত হল চাপ। আয়তন বিকৃতি গুণাঙ্ক ও চাপ সমজাতীয় রাশি।
প্রশ্ন ৪
নিচের কোন রাশিটির একক নেই ?
(a) গতিবেগের নতি
(b) সরণের নতি
(c) চাপের নতি
(d) তাপমাত্রার নতি
প্রতি একক ক্ষেত্রফলে ঘাত হল চাপ। আয়তন বিকৃতি গুণাঙ্ক ও চাপ সমজাতীয় রাশি।
প্রশ্ন ৪
নিচের কোন রাশিটির একক নেই ?
(a) গতিবেগের নতি
(b) সরণের নতি
(c) চাপের নতি
(d) তাপমাত্রার নতি
উত্তর :: B
গতিবেগের নতি : প্রতি একক দূরত্বে গতিবেগের পার্থক্য।
সরণের নতি : প্রতি একক দূরত্বে সরণের পার্থক্য।
চাপের নতি : প্রতি একক দূরত্বে চাপের পার্থক্য।
তাপমাত্রার নতি : প্রতি একক দূরত্বে তাপমাত্রার পার্থক্য।
প্রশ্ন ৫
প্লাঙ্কের ধ্রুবক h এর Si একক কি ?
(a) W - s
(b) J - s
(c) W/s
(d) J/s
গতিবেগের নতি : প্রতি একক দূরত্বে গতিবেগের পার্থক্য।
সরণের নতি : প্রতি একক দূরত্বে সরণের পার্থক্য।
চাপের নতি : প্রতি একক দূরত্বে চাপের পার্থক্য।
তাপমাত্রার নতি : প্রতি একক দূরত্বে তাপমাত্রার পার্থক্য।
প্রশ্ন ৫
প্লাঙ্কের ধ্রুবক h এর Si একক কি ?
(a) W - s
(b) J - s
(c) W/s
(d) J/s
উত্তর :: B
প্রশ্ন ৬
বল ও সরণ উভয়ের একক দ্বিগুন করা হলে গতিশক্তির একক কতগুণ বৃদ্ধি পাবে ?
(a) ১/২
(b) ২
(c) ৪
(d) ৮
উত্তর :: ৪
গতিশক্তির বৃদ্ধি = কৃতকার্য = বল * সরণ।
প্রশ্ন ৭
চাপ ও আয়তনের গুণফলের একক এবং নিচের কোন জোড়ার গুণফলের একক একই হবে ?
(a) তড়িৎক্ষেত্র ও সরণ
(b) আধান ও তড়িৎবিভব
(c) তড়িচ্চালক বল ও ধারকত্ব
(d) চৌম্বক ভ্রামক ও চৌম্বক আবেশ
উত্তর :: B
প্রশ্ন ৮
নিচের কোন রাশিটির মাত্রা এবং একক কোনোটিই নেই ?
(a) কোণ
(b) কৃন্তন বিকৃতি গুণাঙ্ক
(c) তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক
(d) আলোর প্রতিসরাঙ্ক
উত্তর :: D
প্রশ্ন ৯
নিচের কোনটি মাত্রাহীন রাশি নয় ?
(a) বিকৃতি
(b) ঘনকোন
(c) পরাবৈদুতিক ধ্রুবক
(d) প্ল্যাঙ্কের ধ্রুবক
উত্তর :: D
প্রশ্ন ১০
বিকৃতির মাত্রা কোন রাশিটির মাত্রার সঙ্গে সমান ?
(a) কোণ
(b) পীড়ন
(c) ঘাত
(d) ইয়ং - গুণাঙ্ক
উত্তর :: A
⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞
ভৌত রাশির একক ও মাত্রা, সেট ১[PREV]
ভৌত রাশির একক ও মাত্রা, সেট ৩[NEXT]
⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞
ভৌত রাশির একক ও মাত্রা সম্পর্কে বিস্তারিত দেখুন👆
Comments
Post a Comment