WBCS Special MCQs
Biology
জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান
প্রশ্ন:১
ব্যাকটেরিয়া কোশ প্রতি মিনিটে বিভাজিত হয় এবং 1 ঘন্টা সময় নেয় কাপ পরিপূর্ণ করতে। ওই কাপ অর্ধেক পূর্ণ করতে কত সময় নেবে ?
(a) 60 মিনিট
(b) 59 মিনিট
(c) 30 মিনিট
(d) 25 মিনিট
উত্তর: B
প্রশ্ন:২
নিম্নলিখিত কোনটি প্রােক্যারিওটিকের ক্ষেত্রে যথার্থ নয় ?
(a) তারা জীবিত কোশ
(b) নিউক্লিয়াস থাকে না
(c) তারা হয় আর্কিব্যাকটেরিয়া বা ইউব্যাকটেরিয়া
(d) পরজীবী
উত্তর: D
প্রশ্ন:৩
প্রােক্যারিওটিক জেনেটিক সিস্টেমে দেখা যায়—
(a) DNA অথবা হিস্টোন
(b) DNA থাকে কিন্তু হিস্টোন থাকে না
(c) DNA বা হিস্টোন থাকে না
(d) DNA বা হিস্টোন থাকে
উত্তর: B
প্রশ্ন:৪
ব্যাকটেরিয়া জনন সম্পন্ন করে কার মাধ্যমে ?
(a) মাইটোসিস
(b) লম্বালম্বি বিভাজন
(c) মিয়ােসিস
(d) প্রাে-ক্যারিওটিক বিভাজন
উত্তর: D
প্রশ্ন:৫
মুক্ত ভাবে বসবাসকারী কোন্ ব্যাকটেরিয়া নাইট্রোজেন আবদ্ধকরণে সক্ষম ?
(a) রাইজোবিয়াম
(b) স্ট্রেপ্টোকক্কাস
(c) সিউডােমােনাস
(d) অ্যাজোটোব্যাক্টর
উত্তর: D
প্রশ্ন:৬
নিম্নলিখিত কোনটি আর্কিব্যাকটেরিয়ার বিভাগযুক্ত নয় ?
(a) মিথেনােজেনস
(b) সায়ানােব্যাকটেরিয়া
(c) থার্মোফাইলস
(d) হ্যালােফাইলস
উত্তর: B
প্রশ্ন:৭
গ্রাম নেগেটিভ এবং গ্রাম পজেটিভ ব্যাকটেরিয়ার পার্থক্য করলে, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া—
(a) পেপটাইডােগ্লাইক্যান কম মাত্রায় থাকে
(b) জটিল কোশপ্রাচীর যুক্ত
(c) ক্রিস্টাল বেগুনি ডাই গ্রহণ করে না
(d) অ্যান্টিবায়ােটিকের প্রতি প্রতিরােধমূলক
উত্তর: C
প্রশ্ন:৮
নিম্নলিখিত কোন্ জীবজ উপাদান প্রাচীন পৃথিবীতে দেখা যেত ?
(a) প্রােটোজোয়ান
(b) ইউব্যাকটেরিয়া
(c) আর্কিব্যাকটেরিয়া
(d) সায়ানােব্যাকটেরিয়া
উত্তর: C
প্রশ্ন:৯
আংশিক অবায়ুজীবী হল—
(a) সালােকসংশ্লেষে সক্ষম
(b) অক্সিজেনের প্রয়ােজন হয় না
(c) অক্সিজেনযুক্ত পরিবেশে মৃত্যু হয়
(d) নির্দিষ্ট মাত্রায় অক্সিজেনের প্রয়ােজন
উত্তর: D
প্রশ্ন:১০
নিম্নলিখিত কোনটি প্রােক্যারিওটিকে লক্ষণীয় ?
(a) মাইটোকন্ড্রিয়া
(b) গলগি বডিস
(c) মিয়ােটিক পদ্ধতি
(d) রাইবােজোম
উত্তর: D
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸
জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান, সেট ৮[PREV]
জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান, সেট ১০[NEXT]
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸
Comments
Post a Comment