WBCS Special MCQs
Biology
জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান
প্রশ্ন:১
Mangifera indica কার বিজ্ঞানসম্মত নাম—
(a) পেঁপে
(b) শাল
(c) কলা
(d) আম
উত্তর: D
প্রশ্ন:২
লিনিয়াসকে কোন্ কাজের জন্য কৃতিত্ব দেওয়া হয় ?
(a) অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কারের জন্য
(b) রক্তসঞ্চালন পদ্ধতি আবিষ্কারের জন্য
(c) বায়ােজেনেসিস তত্ত্বের জনক হিসেবে
(d) দ্বিপদ নামকরণের জন্য
উত্তর: D
প্রশ্ন:৩
‘কী’-এর অন্তর্গত প্রতিজোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্যকে বলা হয়—
(a) লিড
(b) ট্যাক্সন
(c) কাপলেট
(d) কোনােটিই নয়
উত্তর: C
প্রশ্ন:৪
যেখানে শুষ্ক উদ্ভিদ সংগ্রহ করে সংরক্ষণ করা হয় তাকে বলে—
(a) মিউজিয়াম
(b) ভাসকুলাম
(c) হার্বেরিয়াম
(d) আরবােরেটাম
উত্তর: C
প্রশ্ন:৫
শ্রেণিবিন্যাসের 21 টি ধাপের উল্লেখ করেন—
(a) লিনিয়াস
(b) মেন্ডেল
(c) সিম্পসন
(d) হুকার
উত্তর: C
প্রশ্ন:৬
একটি ট্যাক্সন হল—
(a) একগােষ্ঠীভুক্ত কতকগুলি গােত্র
(b) একগােষ্ঠীভুক্ত কতকগুলি প্রজাতি
(c) শ্রেণিবিন্যাসের প্রতিটি একক
(d) পর্ব ও শ্রেণি
উত্তর: C
প্রশ্ন:৭
দ্বিপদ নামকরণের প্রকাশিত গ্রন্থটি হল—
(a) Species Plantarum
(b) Philozopic zoologic
(c) The devine
(d) কোনােটিই নয়
উত্তর: A
প্রশ্ন:৮
উদ্ভিদবিজ্ঞানের যে শাখায় নামকরণ, শনাক্তকরণ, শ্রেণিবিন্যাস নিয়ে আলােচনা হয় তাকে বলে—
(a) ট্যাক্সোনমি
(b) ইকোলজি
(c) মরফোলজি
(d) ফিজিওলজি
উত্তর: A
প্রশ্ন:৯
ট্যাক্সোনমির জনক হলেন—
(a) Hooker
(b) Linnaeus
(c) de Candole
(d) Cuvier
উত্তর: B
প্রশ্ন:১০
Labeo rohita কার বিজ্ঞানসম্মত নাম—
(a) রুইমাছ
(b) ভেটকি মাছ
(c) মাগুর মাছ
(d) কাতলা মাছ
উত্তর: A
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸
জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান, সেট ২১[PREV]
জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান, সেট ২৩[NEXT]
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸
Comments
Post a Comment