দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - বহু বিকল্পভিত্তিক প্রশ্ন বিভাগ ১: চলনের প্রাথমিক ধারণা ও জগদীশচন্দ্র বসু প্রশ্নঃ১. উদ্দীপকের প্রভাবে জীবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালনকে কী বলে? (ক) গমন (খ) চলন (গ) রেচন (ঘ) পুষ্টি উত্তর: (খ) চলন প্রশ্নঃ২. যে প্রক্রিয়ায় জীব স্বেচ্ছায় সামগ্রিক স্থান পরিবর্তন করে তাকে কী বলে? (ক) চলন (খ) বিচলন (গ) গমন (ঘ) উদ্দীপনা উত্তর: (গ) গমন
WBCS Special VSQsBiologyবাস্তব্যবিদ্যা ও পরিবেশ
প্রশ্ন:১
ডি-নাইট্রিফিকেশন কী ?
উত্তর: নাইট্রাইট বা নাইট্রেট থেকে নাইট্রোজেন মুক্ত হওয়ার প্রক্রিয়া।
প্রশ্ন:২
জেরােসিরি কী ?
উত্তর: শিলাময় জমিতে প্রারম্ভিকভাবে উদ্ভিদের বসতি শুরু হলে, উদ্ভিদের পর্যায়ক্রমকে জেরােসিরি বলে।
প্রশ্ন:৩
পচন কী ?
উত্তর: জীবাণু কর্তৃক জটিল জৈব বস্তুর ভাঙন বা বিশ্লিষ্টকরণ।
প্রশ্ন:৪
মাটিতে নাইট্রোজেনের শতকরা পরিমাণ কত ?
উত্তর: 0.1–0.5 ভাগ।
প্রশ্ন:৫
নাইট্রিফিকেশন কী ?
উত্তর: অ্যামােনিয়া থেকে নাইট্রাইট এবং নাইট্রেট গঠিত হওয়ার পদ্ধতি।
প্রশ্ন:৬
জলচক্র কী কী প্রক্রিয়ায় ঘটে ?
উত্তর: বাষ্পীভবন, বাষ্পমােচন এবং অধঃক্ষেপণ।
প্রশ্ন:৭
নাইট্রিফিকেশনে সাহায্যকারী ব্যাকটেরিয়ার নাম কী কী ?
উত্তর: নাইট্রোব্যাক্টর (Nitrobacter); নাইট্রোসােমােনাস (Nitrosomonas)।
প্রশ্ন:৮
জলে অক্সিজেন কত পরিমাণ থাকে ?
উত্তর: 0.7 শতাংশ।
প্রশ্ন:৯
হাইড্রোসিরি কী ?
উত্তর: যেক্ষেত্রে প্রারম্ভিক পর্যায়ের উদ্ভিদগুলি জলাশয়ে বসতি স্থাপন করে।
প্রশ্ন:১০
ডি-নাইট্রিফিকেশনে সাহায্যকারী ব্যাকটেরিয়াগুলি কী কী ?
উত্তর: থিয়ােব্যাসিলাস (Thiobacillus); সিউডােমােনাস (Pseudomonas)।
🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕
🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕

Comments
Post a Comment