নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
WBCS Special VSQsBiologyবাস্তব্যবিদ্যা ও পরিবেশ
প্রশ্ন:১
ডি-নাইট্রিফিকেশন কী ?
উত্তর: নাইট্রাইট বা নাইট্রেট থেকে নাইট্রোজেন মুক্ত হওয়ার প্রক্রিয়া।
প্রশ্ন:২
জেরােসিরি কী ?
উত্তর: শিলাময় জমিতে প্রারম্ভিকভাবে উদ্ভিদের বসতি শুরু হলে, উদ্ভিদের পর্যায়ক্রমকে জেরােসিরি বলে।
প্রশ্ন:৩
পচন কী ?
উত্তর: জীবাণু কর্তৃক জটিল জৈব বস্তুর ভাঙন বা বিশ্লিষ্টকরণ।
প্রশ্ন:৪
মাটিতে নাইট্রোজেনের শতকরা পরিমাণ কত ?
উত্তর: 0.1–0.5 ভাগ।
প্রশ্ন:৫
নাইট্রিফিকেশন কী ?
উত্তর: অ্যামােনিয়া থেকে নাইট্রাইট এবং নাইট্রেট গঠিত হওয়ার পদ্ধতি।
প্রশ্ন:৬
জলচক্র কী কী প্রক্রিয়ায় ঘটে ?
উত্তর: বাষ্পীভবন, বাষ্পমােচন এবং অধঃক্ষেপণ।
প্রশ্ন:৭
নাইট্রিফিকেশনে সাহায্যকারী ব্যাকটেরিয়ার নাম কী কী ?
উত্তর: নাইট্রোব্যাক্টর (Nitrobacter); নাইট্রোসােমােনাস (Nitrosomonas)।
প্রশ্ন:৮
জলে অক্সিজেন কত পরিমাণ থাকে ?
উত্তর: 0.7 শতাংশ।
প্রশ্ন:৯
হাইড্রোসিরি কী ?
উত্তর: যেক্ষেত্রে প্রারম্ভিক পর্যায়ের উদ্ভিদগুলি জলাশয়ে বসতি স্থাপন করে।
প্রশ্ন:১০
ডি-নাইট্রিফিকেশনে সাহায্যকারী ব্যাকটেরিয়াগুলি কী কী ?
উত্তর: থিয়ােব্যাসিলাস (Thiobacillus); সিউডােমােনাস (Pseudomonas)।
🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕
🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕
Comments
Post a Comment