নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
WBCS Special MCQsBiologyবাস্তব্যবিদ্যা ও পরিবেশ
প্রশ্ন:১
বাঞ্ছিত পদার্থগুলিকে অবাঞ্ছিত পদার্থসমূহ থেকে পৃথক করা হল—
(a) ধনাত্মক দূষণ
(b) ঋণাত্মক দূষণ
(c) সংরক্ষণ
(d) ক্ষয়
উত্তর: B
প্রশ্ন:২
হাসপাতালে জীবাণুমুক্ত করতে ব্যবহৃত হয়—
(a) α-রশ্মি
(b) ইনফ্রারেড রশ্মি
(c) UV-রশ্মি
(d) DDT
উত্তর: C
প্রশ্ন:৩
অম্লবৃষ্টির সর্বনিম্ন pH-এর মাত্রা—
(a) 3
(b) 4.5
(c) 2.4
(d) 2.1
উত্তর: C
প্রশ্ন:৪
O3 কোন্ পদ্ধতিকে বাড়িয়ে তােলে ?
(a) প্রস্বেদন
(b) শ্বসন
(c) সালােকসংশ্লেষ
(d) b ও c উভয়ই
উত্তর: D
প্রশ্ন:৫
বায়ুতে নাইট্রোজেনের অক্সাইড যৌগগুলি সর্বাধিক পরিমাণে উপস্থিত কোন্ শহরে ?
(a) কলকাতা
(b) মুম্বাই
(c) চেন্নাই
(d) দিল্লি
উত্তর: A
প্রশ্ন:৬
নিউক্লিয়ার রেডিয়েশনে দেহের কোন্ অংশ সর্বপ্রথম ক্ষতিগ্রস্ত হয় ?
(a) যকৃৎ
(b) মস্তিষ্ক
(c) ফুসফুস
(d) বােন ম্যারাে
উত্তর: D
প্রশ্ন:৭
ফটোকপি ও অন্যান্য ইলেকট্রনিক যন্ত্র থেকে উৎপন্ন দূষক পদার্থ হল—
(a) O3
(b) CH4
(c) NO2
(d) H2S
উত্তর: A
প্রশ্ন:৮
প্রাকৃতিক দৃষক হল—
(a) যানবাহন
(b) DDT
(c) আগ্নেয়গিরি
(d) সমুদ্র
উত্তর: C
প্রশ্ন:৯
কোন্ প্রকার দূষণের গৌণ প্রভাব হল অম্লবৃষ্টি ?
(a) মৃত্তিকা
(b) শব্দ
(c) বায়ু
(d) জল
উত্তর: C
প্রশ্ন:১০
ধোঁয়ায় সর্বাধিক পরিমাণে কোন্টি উপস্থিত ?
(a) CO
(b) CO2
(c) NO2
(d) সূক্ষ্ম সূক্ষ্ম কণা
উত্তর: D
⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞
⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞
Comments
Post a Comment