দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - বহু বিকল্পভিত্তিক প্রশ্ন বিভাগ ১: চলনের প্রাথমিক ধারণা ও জগদীশচন্দ্র বসু প্রশ্নঃ১. উদ্দীপকের প্রভাবে জীবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালনকে কী বলে? (ক) গমন (খ) চলন (গ) রেচন (ঘ) পুষ্টি উত্তর: (খ) চলন প্রশ্নঃ২. যে প্রক্রিয়ায় জীব স্বেচ্ছায় সামগ্রিক স্থান পরিবর্তন করে তাকে কী বলে? (ক) চলন (খ) বিচলন (গ) গমন (ঘ) উদ্দীপনা উত্তর: (গ) গমন
WBCS Special VSQs
Biology
জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান
প্রশ্ন:১
ছদ্ম সিলােমযুক্ত একটি প্রাণীর নাম কী ?
উত্তর:
গােলকৃমি।
প্রশ্ন:২
এককোশী ও আণুবীক্ষনিক প্রাণীদের কী বলে ?
উত্তর:
প্রােটোজোয়া।
প্রশ্ন:৩
অরীয়ভাবে প্রতিসম কোন্ প্রাণী ?
উত্তর:
হাইড্রা।
প্রশ্ন:৪
কোন্ পর্বভুক্ত প্রাণীদের বহিঃকঙ্কাল কাইটিন নির্মিত ?
উত্তর:
আর্থ্রোপােডা।
প্রশ্ন:৫
শ্রেণিবিন্যাসের সর্বোচ্চ ও সর্বনিম্ন একক কী ?
উত্তর:
সর্বোচ্চ একক পর্ব এবং সর্বনিম্ন একক প্রজাতি।
প্রশ্ন:৬
দেহ আংটির মতাে খণ্ডক নিয়ে গঠিত কোন্ প্রাণীদের ?
উত্তর:
অ্যানিলিডা পর্বভুক্ত প্রাণীদের।
প্রশ্ন:৭
একটি সিলােমবিহীন প্রাণীর নাম লেখাে।
উত্তর:
যকৃৎ কৃমি।
প্রশ্ন:৮
ক্যানাল সিস্টেম কোন্ পর্বে দেখা যায় ?
উত্তর:
পরিফেরা।
প্রশ্ন:৯
দ্বিপার্শ্বীয়ভাবে প্রতিসম অমেরুদণ্ডী প্রাণীর নাম কী ?
উত্তর:
কেঁচো।
প্রশ্ন:১০
কোন্ পর্বভুক্ত প্রাণীদের প্রথম প্রকৃত সিলােম সৃষ্টি হয়েছে ?
উত্তর:
অ্যানিলিডা পর্ব।
✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷
✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷

Comments
Post a Comment