WBCS Special MCQsBiologyবাস্তব্যবিদ্যা ও পরিবেশ
প্রশ্ন:১
উঁচু পাহাড়ে যদি পাখিদের সংখ্যা কমে যায়, তাহলে তার সম্ভাব্য কারণ কোনটি ?
(a) পাইন গাছের সংখ্যা কমে যাওয়া
(b) রডােড্রেনড্রন গাছের সংখ্যা কমে যাওয়া
(c) অর্কিড কমে যাওয়া
(d) ওক্ গাছ কমে যাওয়া
উত্তর: B
প্রশ্ন:২
জিন ব্যাংক কোনটির উদাহরণ ?
(a) এক্স-সিটু সংরক্ষণ
(b) ইন-সিটু সংরক্ষণ
(c) ইনস্পট
(d) স্যাংচুয়ারি
উত্তর: A
প্রশ্ন:৩
Dudhwa National Park কোন্ রাজ্যে অবস্থিত ?
(a) রাজস্থান
(b) মধ্যপ্রদেশ
(c) উত্তরপ্রদেশ
(d) গুজরাট
উত্তর: C
প্রশ্ন:৪
অগস্ত্যমালাই বায়ােস্ফিয়ার রিজার্ভ (Agasthamalai) অবস্থিত—
(a) তামিলনাড়ুতে
(b) কেরালায়
(c) মেঘালয়ে
(d) কর্ণাটকে
উত্তর: B
প্রশ্ন:৫
গন্ডার সংরক্ষণ হয় কোথায় ?
(a) পালামৌ
(b) করবেট
(c) কাজিরাঙা
(d) নন্দনকানন
উত্তর: C
প্রশ্ন:৬
সংরক্ষিত এলাকার উদাহরণ হল—
(a) ন্যাশনাল পার্ক
(b) বায়ােস্ফিয়ার রিজার্ভ
(c) স্যাংচুয়ারি
(d) সব কয়টি
উত্তর: D
প্রশ্ন:৭
কোনটি Endangered গােষ্ঠীভুক্ত ?
(a) একশৃঙ্গ গন্ডার
(b) উড়ন্ত কাঠবিড়ালি
(c) Drosera indica
(d) কোনােটিই নয়
উত্তর: C
প্রশ্ন:৮
ভারতবর্ষে এন্ডেমিক (endemic) প্রকৃতির উদ্ভিদ প্রজাতির সংখ্যা—
(a) 50
(b) 450
(c) 1000
(d) 4000
উত্তর: B
প্রশ্ন:৯
Rajaji National Park অবস্থিত কোন্ রাজ্যে ?
(a) রাজস্থান
(b) উত্তরাঞ্চল
(c) তামিলনাড়ু
(d) কর্ণাটক
উত্তর: B
প্রশ্ন:১০
ভারতের সর্বাপেক্ষা বেশি জীববৈচিত্র্য যুক্ত অঞ্চল হল—
(a) মধ্যভারত
(b) গাঙ্গেয় সমভূমি
(c) ট্রান্স-হিমালয় অঞ্চল
(d) পশ্চিমঘাট পর্বত
উত্তর: D
⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇
বাস্তব্যবিদ্যা ও পরিবেশ, সেট ২৩[PREV]
বাস্তব্যবিদ্যা ও পরিবেশ, সেট ২৫[NEXT]
⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇
Comments
Post a Comment