WBCS Special VSQs
Biology
জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান
প্রশ্ন:১
একটি একতন্ত্রী DNA ভাইরাস এবং একটি দ্বিতন্ত্রী DNA ভাইরাসের নাম কী ?
উত্তর:
একতন্ত্রী DNA ভাইরাস— কলিফাজ fd ভাইরাস, ϕx174।
দ্বিতন্ত্রী RNA ভাইরাস—রিও ভাইরাস।
প্রশ্ন:২
কোন্ উদ্ভিদ বীজ তৈরি করলেও ফল থাকে না ?
উত্তর:
Pinus।
প্রশ্ন:৩
ভাইরাস প্রােক্যারিওট না ইউক্যারিওট ?
উত্তর:
আধুনিক বিজ্ঞানীগণ ভাইরাসকে কোশবিহীন জীব আখ্যা দিয়েছেন তাই একে প্রােক্যারিওট বা ইউক্যারিওট কোনােটিই বলা যায় না।
প্রশ্ন:৪
সবুজ শৈবালে খাদ্যবস্তু কীরূপে সঞ্চিত থাকে ?
উত্তর:
স্টার্চ।
প্রশ্ন:৫
ভাইরাস ঘটিত তিনটি রােগ কী কী ?
উত্তর:
হাম, গুটিবসন্ত ও ইনফ্লুয়েঞ্জা।
প্রশ্ন:৬
একটি পরজীবী শৈবালের নাম কী ?
উত্তর:
Cephaleuros virescens।
প্রশ্ন:৭
ভাইরাস কী ধরনের পরজীবী ? একটি উপকারী ভাইরাসের নাম করাে।
উত্তর:
ভাইরাস অন্তঃকোশীয় বাধ্যতামূলক পরজীবী। ব্যাকটেরিওফাজ উপকারী ভাইরাস।
প্রশ্ন:৮
ভাইরাস জিনােম কাকে বলে ?
উত্তর:
ভাইরাস মধ্যস্থ প্রজননিক বস্তুকে (নিউক্লিক অ্যাসিড) ভাইরাস জিনােম বলে।
প্রশ্ন:৯
ব্যাকটেরিওফাজ কাকে বলে ?
উত্তর:
ব্যাকটেরিয়ার দেহে বংশবিস্তারকারী ফাজ ভাইরাসকে ব্যাকটেরিওফাজ বলে।
প্রশ্ন:১০
কোন্ ভাইরাসে DNA ও RNA উভয়ই থাকে ?
উত্তর:
রস সারকোমা ভাইরাস (RSV)/অ্যাবেলসন লিউকোমিয়া ভাইরাস (ALV)।
✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷
জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান, সেট ২[PREV]
জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান, সেট ৪[NEXT]
✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷
Comments
Post a Comment