দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - বহু বিকল্পভিত্তিক প্রশ্ন বিভাগ ১: চলনের প্রাথমিক ধারণা ও জগদীশচন্দ্র বসু প্রশ্নঃ১. উদ্দীপকের প্রভাবে জীবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালনকে কী বলে? (ক) গমন (খ) চলন (গ) রেচন (ঘ) পুষ্টি উত্তর: (খ) চলন প্রশ্নঃ২. যে প্রক্রিয়ায় জীব স্বেচ্ছায় সামগ্রিক স্থান পরিবর্তন করে তাকে কী বলে? (ক) চলন (খ) বিচলন (গ) গমন (ঘ) উদ্দীপনা উত্তর: (গ) গমন
WBCS Special MCQsBiologyবাস্তব্যবিদ্যা ও পরিবেশ
প্রশ্ন:১
কাজিরাঙা ন্যাশনাল পার্ক কোন্ রাজ্যে অবস্থিত ?
(a) পশ্চিমবঙ্গ
(b) আসাম
(c) গুজরাট
(d) কেরালা
উত্তর: B
প্রশ্ন:২
কোন্ অঞ্চলটিতে মনুষ্য ক্রিয়াকলাপের অনুমতি আছে ?
(a) Manipulation zone
(b) Restroration zone
(c) Core zone
(d) buffer zone
উত্তর: A
প্রশ্ন:৩
বিপন্ন প্রজাতির উদ্ভিদ সংরক্ষণ করা হয় কোনটির মাধ্যমে ?
(a) Gene-bank
(b) Gene-library
(c) Herbarium
(d) Reducing pollution
উত্তর: A
প্রশ্ন:৪
করবেট পার্ক বিখ্যাত কোন্ পশুর জন্য ?
(a) বাঘ
(b) সিংহ
(c) গন্ডার
(d) হরিণ
উত্তর: A
প্রশ্ন:৫
কোন্ প্রাণী সংরক্ষণের জন্য WWD-N-এর লােগাে চিহ্নটি ব্যবহৃত হয়—
(a) লাল পান্ডা
(b) মেরু-ভালুক
(c) বড়াে পান্ডা
(d) বাঘ
উত্তর: A
প্রশ্ন:৬
বন্যসম্পদ সংরক্ষিত হয় কোন পদ্ধতিতে ?
(a) নির্বাচিত পদ্ধতি শিকার
(b) Ex-situ
(c) In-situ
(d) b ও c উভয়ই
উত্তর: D
প্রশ্ন:৭
ভারতবর্ষের বিপন্ন প্রজাতির প্রাণী কোনটি ?
(a) শিয়াল
(b) কচ্ছপ
(c) ঘোড়া
(d) ভারতীয় বন্য গাধা
উত্তর: D
প্রশ্ন:৮
ভারতবর্ষ মােট কয়টি ব্যক্তবীজী উদ্ভিদের প্রজাতি জানা সম্ভব হয়েছে ?
(a) 209
(b) 48
(c) 119
(d) 64
উত্তর: D
প্রশ্ন:৯
বিপন্ন প্রজাতির উদ্ভিদ কোনটি ?
(a) Nepenthes
(b) Cuscuta
(c) Acacia
(d) কোনােটিই নয়
উত্তর: A
প্রশ্ন:১০
কানহা ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত ?
(a) মধ্যপ্রদেশ
(b) রাজস্থান
(c) আসাম
(d) উত্তরপ্রদেশ
উত্তর: A
⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇
⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇

Comments
Post a Comment