নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
WBCS Special MCQsBiologyবাস্তব্যবিদ্যা ও পরিবেশ
প্রশ্ন:১
কাজিরাঙা ন্যাশনাল পার্ক কোন্ রাজ্যে অবস্থিত ?
(a) পশ্চিমবঙ্গ
(b) আসাম
(c) গুজরাট
(d) কেরালা
উত্তর: B
প্রশ্ন:২
কোন্ অঞ্চলটিতে মনুষ্য ক্রিয়াকলাপের অনুমতি আছে ?
(a) Manipulation zone
(b) Restroration zone
(c) Core zone
(d) buffer zone
উত্তর: A
প্রশ্ন:৩
বিপন্ন প্রজাতির উদ্ভিদ সংরক্ষণ করা হয় কোনটির মাধ্যমে ?
(a) Gene-bank
(b) Gene-library
(c) Herbarium
(d) Reducing pollution
উত্তর: A
প্রশ্ন:৪
করবেট পার্ক বিখ্যাত কোন্ পশুর জন্য ?
(a) বাঘ
(b) সিংহ
(c) গন্ডার
(d) হরিণ
উত্তর: A
প্রশ্ন:৫
কোন্ প্রাণী সংরক্ষণের জন্য WWD-N-এর লােগাে চিহ্নটি ব্যবহৃত হয়—
(a) লাল পান্ডা
(b) মেরু-ভালুক
(c) বড়াে পান্ডা
(d) বাঘ
উত্তর: A
প্রশ্ন:৬
বন্যসম্পদ সংরক্ষিত হয় কোন পদ্ধতিতে ?
(a) নির্বাচিত পদ্ধতি শিকার
(b) Ex-situ
(c) In-situ
(d) b ও c উভয়ই
উত্তর: D
প্রশ্ন:৭
ভারতবর্ষের বিপন্ন প্রজাতির প্রাণী কোনটি ?
(a) শিয়াল
(b) কচ্ছপ
(c) ঘোড়া
(d) ভারতীয় বন্য গাধা
উত্তর: D
প্রশ্ন:৮
ভারতবর্ষ মােট কয়টি ব্যক্তবীজী উদ্ভিদের প্রজাতি জানা সম্ভব হয়েছে ?
(a) 209
(b) 48
(c) 119
(d) 64
উত্তর: D
প্রশ্ন:৯
বিপন্ন প্রজাতির উদ্ভিদ কোনটি ?
(a) Nepenthes
(b) Cuscuta
(c) Acacia
(d) কোনােটিই নয়
উত্তর: A
প্রশ্ন:১০
কানহা ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত ?
(a) মধ্যপ্রদেশ
(b) রাজস্থান
(c) আসাম
(d) উত্তরপ্রদেশ
উত্তর: A
⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇
⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇
Comments
Post a Comment