নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
WBCS Special MCQs
Biology
জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান
প্রশ্ন:১
ফিলামেন্টযুক্ত সবুজ শৈবাল হল—
(a) Chlamydomonus
(b) Volvox
(c) Spirogyra
(d) Fucus
উত্তর: C
প্রশ্ন:২
পরাগরেণু উৎপন্নের স্থান—
(a) গর্ভকেশর
(b) জননঅঙ্গাধার
(c) পাপড়ি
(d) পুংকেশর
উত্তর: D
প্রশ্ন:৩
দ্বিবীজপত্রী উদ্ভিদের বয়স নির্ণয় করা যায়—
(a) বর্ষবলয় থেকে
(b) উচ্চতা থেকে
(c) গাছের গুঁড়ি থেকে
(d) শাখা প্রশাখা থেকে
উত্তর: A
প্রশ্ন:৪
গুপ্তবীজী উদ্ভিদের কোন্ উদ্ভিদে কখনও স্ত্রীধানী গঠিত হয় না ?
(a) পুংলিঙ্গধর
(b) স্ত্রীলিঙ্গধর
(c) a ও b উভয়ই
(d) কোনােটিই নয়
উত্তর: B
প্রশ্ন:৫
নিম্নলিখিত উল্লেখিত উদ্ভিদে একবীজপত্রী উদ্ভিদ হল—
(a) Allium cepa
(b) Brassica campestris
(c) Mangifera indica
(d) Pisum sativum
উত্তর: A
প্রশ্ন:৬
মাইক্রোম্পাের বৃদ্ধি লাভ করে—
(a) বীজে
(b) স্ত্রীরেণুধর উদ্ভিদে
(c) মাইক্রোগ্যামেটোফাইটে
(d) মেগাগ্যামেটোফাইটে
উত্তর: C
প্রশ্ন:৭
বীজ হল—
(a) স্ত্রীগ্যামেটোফাইট
(b) পরিণত পরাগ নালি
(c) পূর্ণাঙ্গ ডিম্বক
(d) ভ্রূণ
উত্তর: C
প্রশ্ন:৮
নিম্নলিখিত উল্লেখিত উদ্ভিদে দ্বিবীজপত্রী উদ্ভিদ হল—
(a) Oryza sativa
(b) Cocos nucifera
(c) Zea mays
(d) Pisum sativum
উত্তর: D
প্রশ্ন:৯
পাইরিনয়েডের প্রধান কাজ হল—
(a) Chl উৎপন্ন করা
(b) কার্বোহাইড্রেট প্রস্তুতি
(c) অতিরিক্ত জলের অপসারণ
(d) কোনােটিই নয়
উত্তর: B
প্রশ্ন:১০
পরাগধানী ও পরাগদণ্ড কার অংশ—
(a) গর্ভকেশরের
(b) পুংকেশরের
(c) পাপড়ির
(d) কোনােটিই নয়
উত্তর: B
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸
Comments
Post a Comment