দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - বহু বিকল্পভিত্তিক প্রশ্ন বিভাগ ১: চলনের প্রাথমিক ধারণা ও জগদীশচন্দ্র বসু প্রশ্নঃ১. উদ্দীপকের প্রভাবে জীবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালনকে কী বলে? (ক) গমন (খ) চলন (গ) রেচন (ঘ) পুষ্টি উত্তর: (খ) চলন প্রশ্নঃ২. যে প্রক্রিয়ায় জীব স্বেচ্ছায় সামগ্রিক স্থান পরিবর্তন করে তাকে কী বলে? (ক) চলন (খ) বিচলন (গ) গমন (ঘ) উদ্দীপনা উত্তর: (গ) গমন
WBCS Special MCQs
Biology
জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান
প্রশ্ন:১
ফিলামেন্টযুক্ত সবুজ শৈবাল হল—
(a) Chlamydomonus
(b) Volvox
(c) Spirogyra
(d) Fucus
উত্তর: C
প্রশ্ন:২
পরাগরেণু উৎপন্নের স্থান—
(a) গর্ভকেশর
(b) জননঅঙ্গাধার
(c) পাপড়ি
(d) পুংকেশর
উত্তর: D
প্রশ্ন:৩
দ্বিবীজপত্রী উদ্ভিদের বয়স নির্ণয় করা যায়—
(a) বর্ষবলয় থেকে
(b) উচ্চতা থেকে
(c) গাছের গুঁড়ি থেকে
(d) শাখা প্রশাখা থেকে
উত্তর: A
প্রশ্ন:৪
গুপ্তবীজী উদ্ভিদের কোন্ উদ্ভিদে কখনও স্ত্রীধানী গঠিত হয় না ?
(a) পুংলিঙ্গধর
(b) স্ত্রীলিঙ্গধর
(c) a ও b উভয়ই
(d) কোনােটিই নয়
উত্তর: B
প্রশ্ন:৫
নিম্নলিখিত উল্লেখিত উদ্ভিদে একবীজপত্রী উদ্ভিদ হল—
(a) Allium cepa
(b) Brassica campestris
(c) Mangifera indica
(d) Pisum sativum
উত্তর: A
প্রশ্ন:৬
মাইক্রোম্পাের বৃদ্ধি লাভ করে—
(a) বীজে
(b) স্ত্রীরেণুধর উদ্ভিদে
(c) মাইক্রোগ্যামেটোফাইটে
(d) মেগাগ্যামেটোফাইটে
উত্তর: C
প্রশ্ন:৭
বীজ হল—
(a) স্ত্রীগ্যামেটোফাইট
(b) পরিণত পরাগ নালি
(c) পূর্ণাঙ্গ ডিম্বক
(d) ভ্রূণ
উত্তর: C
প্রশ্ন:৮
নিম্নলিখিত উল্লেখিত উদ্ভিদে দ্বিবীজপত্রী উদ্ভিদ হল—
(a) Oryza sativa
(b) Cocos nucifera
(c) Zea mays
(d) Pisum sativum
উত্তর: D
প্রশ্ন:৯
পাইরিনয়েডের প্রধান কাজ হল—
(a) Chl উৎপন্ন করা
(b) কার্বোহাইড্রেট প্রস্তুতি
(c) অতিরিক্ত জলের অপসারণ
(d) কোনােটিই নয়
উত্তর: B
প্রশ্ন:১০
পরাগধানী ও পরাগদণ্ড কার অংশ—
(a) গর্ভকেশরের
(b) পুংকেশরের
(c) পাপড়ির
(d) কোনােটিই নয়
উত্তর: B
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸

Comments
Post a Comment