WBCS Special MCQs
Biology
জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান
প্রশ্ন:১
সংক্রমণযােগ্য ভাইরাস কণাকে বলে—
(a) ক্যাপসিড
(b) ভিরিয়ন
(c) ভিরিওয়েড
(d) লিপােভাইরাস
উত্তর: B
প্রশ্ন:২
ফাজ ভাইরাসের মধ্যস্থতায় সম্পন্ন হয়—
(a) ট্রান্সফরমেশন
(b) বাডিং
(c) কনজুগেশন
(d) ট্রান্সডাকসন
উত্তর: D
প্রশ্ন:৩
লাইটিক চক্র সম্পন্নকারী ভাইরাস হল—
(a) λ-ভাইরাস
(b) T2-ভাইরাস
(c) লিউকোভাইরাস
(d) রেট্রোভাইরাস
উত্তর: B
প্রশ্ন:৪
ভাইরাস থেকে প্রাপ্ত উৎসেচকগুলি হল—
(a) ল্যাকটেজ ও DNA পলিমারেজ
(b) লাইসােজাইম ও প্রােটিয়েজ
(c) লাইসােজাইম
(d) লাইসােজাইম লাইপেজ
উত্তর: C
প্রশ্ন:৫
সজীব সংক্রামক তরল বলে—
(a) প্রােটোজোয়াকে
(b) ভাইরাসকে
(c) ব্যাকটেরিয়াকে
(d) ছত্রাককে
উত্তর: B
প্রশ্ন:৬
অতিরিক্ত ঠান্ডায় বসবাসকারী ভাইরাসকে বলে—
(a) থার্মোফিলিক
(b) মেসােফিলিক
(c) থার্মোভিউরিকস
(d) ক্রায়ােফিলিক
উত্তর: D
প্রশ্ন:৭
পেলপোমিয়ার থাকে—
(a) ভাইরয়েড
(b) ব্যাকটেরিয়া
(c) TMV ভাইরাস
(d) ইনফ্লুয়েঞ্জা ভাইরাস
উত্তর: D
প্রশ্ন:৮
RNA ভাইরাসে RNA, m-RNA রূপে কাজ করলে তাকে বলে—
(a) ‘–' stranded
(b) ‘+' stranded
(c) ট্রান্সক্রিপশন
(d) ট্রান্সলেশন
উত্তর: B
প্রশ্ন:৯
প্রােফাজ হল—
(a) ভাইরাস DNA
(b) ভাইরাস RNA
(c) ব্যাকটেরিয়াল DNA
(d) ব্যাকটেরিয়াল ও ভাইরাস DNA
উত্তর: D
প্রশ্ন:১০
ভাইরাসের দেহের আয়তন—
(a) 200 mμ এর কম
(b) 300 mμ এর বেশি
(c) 200 mμ এর বেশি
(d) 400 mμ
উত্তর: A
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸
জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান, সেট ৫[PREV]
জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান, সেট ৭[NEXT]
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸
Comments
Post a Comment