WBCS Special VSQs
Biology
জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান
প্রশ্ন:১
একটি চোয়ালবিহীন প্রাণীর উদাহরণ দাও।
উত্তর:
ল্যামপ্রে, হ্যাগফিশ।
প্রশ্ন:২
ভার্টিব্রাটা কাদের বলে ?
উত্তর:
যেসব প্রাণীদের মেরুদণ্ড ও করােটিকা থাকে তাদের ভার্টিব্রাটা বলে।
প্রশ্ন:৩
হিমােসিল আছে এমন একটি প্রাণীর উদাহরণ দাও।
উত্তর:
আরশােলা।
প্রশ্ন:৪
সরীসৃপদের ত্বকের বৈশিষ্ট্য কী ?
উত্তর:
এদের ত্বক শুষ্ক এবং এপিডারমাল আঁশ দ্বারা আবৃত।
প্রশ্ন:৫
মাংসল পদ কোন্ পর্বভুক্ত প্রাণীদের দেখা যায় ?
উত্তর:
মােলাস্কা।
প্রশ্ন:৬
অ্যাম্ফিবিয়ার ত্বকের বৈশিষ্ট্য কী ?
উত্তর:
এদের ত্বক নগ্ন, ভিজে ও গ্রন্থিময়।
প্রশ্ন:৭
পুঞ্জাক্ষি আছে এমন একটি প্রাণীর নাম কী ?
উত্তর:
চিংড়ি।
প্রশ্ন:৮
কনড্রিকথিস ও অসটিকথিস শ্রেণির প্রধান পার্থক্য কী ?
উত্তর:
কনড্রিকথিস তরুণাস্থিবিশিষ্ট মাছ এবং অসটিকথিস অস্থিবিশিষ্ট মাছ।
প্রশ্ন:৯
হেমিকর্ডাটার অন্তর্গত একটি প্রাণীর উদাহরণ দাও।
উত্তর:
ব্যালানােগ্লোসাস।
প্রশ্ন:১০
বহিঃকঙ্কাল কন্টক নির্মিত কোন্ পর্বভুক্ত প্রাণীদের ?
উত্তর:
একাইনােডার্মাটা।
✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷
জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান, সেট ২[NEXT]
✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷
Comments
Post a Comment