দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - বহু বিকল্পভিত্তিক প্রশ্ন বিভাগ ১: চলনের প্রাথমিক ধারণা ও জগদীশচন্দ্র বসু প্রশ্নঃ১. উদ্দীপকের প্রভাবে জীবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালনকে কী বলে? (ক) গমন (খ) চলন (গ) রেচন (ঘ) পুষ্টি উত্তর: (খ) চলন প্রশ্নঃ২. যে প্রক্রিয়ায় জীব স্বেচ্ছায় সামগ্রিক স্থান পরিবর্তন করে তাকে কী বলে? (ক) চলন (খ) বিচলন (গ) গমন (ঘ) উদ্দীপনা উত্তর: (গ) গমন
WBCS Special MCQsBiologyবাস্তব্যবিদ্যা ও পরিবেশ
প্রশ্ন:১
বিশ্ব উন্নয়নের কারণ—
(a) তাপ দূষণ
(b) ভূমি দূষণ
(c) শব্দ দূষণ
(d) বায়ু দূষণ
উত্তর: D
প্রশ্ন:২
ওজোন দিবস হল—
(a) 16 September
(b) 25 December
(c) 30 January
(d) 21 April
উত্তর: A
প্রশ্ন:৩
চিপকো আন্দোলনের নেতৃত্ব দেন—
(a) সুন্দরলাল বহুগুণা
(b) রাজীব গান্ধি
(c) চণ্ডী প্রসাদ ভট্ট
(d) রামদেব মিশ্র
উত্তর: A
প্রশ্ন:৪
জলদূষণের ফলাফল হল—
(a) BOD
(b) MPN
(c) অস্বচ্ছতা ও O2 হ্রাস
(d) সব কটি
উত্তর: D
প্রশ্ন:৫
কোন্ উদ্ভিদ তেজস্ক্রিয় বিকিরণ শােষণ করতে পারে ?
(a) Ginkgo
(b) Pinus
(c) Lichen
(d) a ও b উভয়ই
উত্তর: D
প্রশ্ন:৬
DDT-এর সর্বাধিক বায়ােম্যাগনিফিকেশন দেখা যায় কোন্ প্রাণীতে ?
(a) মানুষ
(b) উচ্চ শ্রেণির উদ্ভিদ
(c) শৈবাল
(d) মাছ
উত্তর: A
প্রশ্ন:৭
গ্রিন হাউস গ্যাসের সংখ্যা সর্বাধিক কত ?
(a) 6
(b) 3
(c) 4
(d) 2
উত্তর: A
প্রশ্ন:৮
কোনটি জলবাহিত রােগ নয় ?
(a) হেপাটাইটিস
(b) পারটেসিস
(c) টাইফয়েড
(d) কলেরা
উত্তর: B
প্রশ্ন:৯
পৃথিবীর বর্তমান গড় তাপমাত্রা—
(a) 15°C
(b) 14°C
(c) 12°C
(d) 10°C
উত্তর: A
প্রশ্ন:১০
ওজোন স্তর ক্ষতিগ্রস্ত হয় কীসের দ্বারা ?
(a) কারখানা
(b) সুপারসনিক জেট প্লেন
(c) যানবাহনের ধোঁয়া
(d) কোনােটিই নয়
উত্তর: B
⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞
⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞

Comments
Post a Comment