WBCS Special MCQsBiologyবাস্তব্যবিদ্যা ও পরিবেশ
প্রশ্ন:১
একটি বৃহৎ ভৌগােলিক অঞ্চলের অন্তর্গত জীব প্রজাতির বৈচিত্র্যকে বলে—
(a) গামা বৈচিত্র্য
(b) বিটা বৈচিত্র্য
(c) আলফা বৈচিত্র্য
(d) প্রত্যেকটি
উত্তর: A
প্রশ্ন:২
Biodiversity শব্দটি প্রবর্তন করেন—
(a) Hooker
(b) W.G. Rosen
(c) Candole
(d) Radford
উত্তর: B
প্রশ্ন:৩
একটি অঞ্চলের বিভিন্ন জীবগােষ্ঠীর বৈচিত্র্যকেই বলে—
(a) বিটা বৈচিত্র্য
(b) আলফা বৈচিত্র্য
(c) গামা বৈচিত্র্য
(d) কোনােটিই নয়
উত্তর: B
প্রশ্ন:৪
ভারতবর্ষে জীববৈচিত্র্যর হিসেব অনুযায়ী, ব্রায়ােফাইটার প্রজাতি সংখ্যা হল—
(a) 1,000
(b) 5,000
(c) 2,850
(d) 3,720
উত্তর: C
প্রশ্ন:৫
মেগাডাইভারসিটি সমৃদ্ধ দেশগুলি হল—
(a) ভারত, অস্ট্রেলিয়া, ব্রাজিল
(b) পাকিস্তান, আরব, আফগানিস্তান
(c) আমেরিকা, ফ্রান্স
(d) কোনােটিই নয়
উত্তর: A
প্রশ্ন:৬
গাছের বিভিন্ন অংশ -190°C তাপমাত্রায় তরল নাইট্রোজেন সংরক্ষণ করা হয়—যাকে বলে—
(a) এক্স-সিটু সংরক্ষণ
(b) ইন-সিটু সংরক্ষণ
(c) ক্রায়ােসংরক্ষণ
(d) কোনােটিই নয়
উত্তর: C
প্রশ্ন:৭
কাজিরাঙা ন্যাশনাল ফরেস্ট বিখ্যাত কোনটির জন্য ?
(a) হাতি
(b) বাঘ
(c) গন্ডার
(d) পান্ডা
উত্তর: C
প্রশ্ন:৮
নিম্নলিখিত কোন্ হটস্পটটি ভারতে অবস্থিত—
(a) ওয়েস্টার্ন ঘাট
(b) ইস্টার্ন ঘাট
(c) a ও b উভয়ই
(d) কোনােটিই নয়
উত্তর: A
প্রশ্ন:৯
অসমের কাজিরাঙা হল—
(a) প্রােটেকটেড অঞ্চল
(b) সংরক্ষিত অঞ্চল
(c) অভয়ারণ্য
(d) বায়ােস্ফিয়ার রিজার্ভ
উত্তর: D
প্রশ্ন:১০
5th June হল—
(a) World AIDS Day
(b) World Tobacco Day
(c) World Typhoid Day
(d) World Environment Day
উত্তর: D
⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇
বাস্তব্যবিদ্যা ও পরিবেশ, সেট ৩৪[PREV]
বাস্তব্যবিদ্যা ও পরিবেশ, সেট ৩৬[NEXT]
⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇
Comments
Post a Comment