দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - বহু বিকল্পভিত্তিক প্রশ্ন বিভাগ ১: চলনের প্রাথমিক ধারণা ও জগদীশচন্দ্র বসু প্রশ্নঃ১. উদ্দীপকের প্রভাবে জীবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালনকে কী বলে? (ক) গমন (খ) চলন (গ) রেচন (ঘ) পুষ্টি উত্তর: (খ) চলন প্রশ্নঃ২. যে প্রক্রিয়ায় জীব স্বেচ্ছায় সামগ্রিক স্থান পরিবর্তন করে তাকে কী বলে? (ক) চলন (খ) বিচলন (গ) গমন (ঘ) উদ্দীপনা উত্তর: (গ) গমন
WBCS Special MCQsBiologyবাস্তব্যবিদ্যা ও পরিবেশ
প্রশ্ন:১
1990 খ্রিস্টাব্দে ভারতবর্ষে জাতীয় উদ্যান গড়ে উঠেছে—
(a) 70 টি
(b) 90 টি
(c) 67 টি
(d) 100 টি
উত্তর: C
প্রশ্ন:২
নিয়মিতভাবে পরিবেষ্টিত ও সুরক্ষিত পরিবেশকে বলে—
(a) কোর অঞ্চল
(b) প্রােটেকটিভ অঞ্চল
(c) অভয়ারণ্য
(d) জাতীয় পার্ক
উত্তর: A
প্রশ্ন:৩
জীবের আবাসস্থলের বাইরে সংরক্ষণ করাকে বলে—
(a) এক্স-সিটু সংরক্ষণ
(b) ইন-সিটু সংরক্ষণ
(c) a ও b উভয়ই
(d) কোনােটিই নয়
উত্তর: A
প্রশ্ন:৪
পশ্চিমবঙ্গের একটি অভয়ারণ্যের নাম হল—
(a) সুন্দরবন
(b) করবেট
(c) গির
(d) বন্দিপুর
উত্তর: A
প্রশ্ন:৫
পৃথিবীর জৈববৈচিত্র্য সংরক্ষণের জন্য কারা বৈজ্ঞানিক পরামর্শ দেন ?
(a) WHO
(b) IUCN
(c) ICBN
(d) WCU এবং WWF
উত্তর: D
প্রশ্ন:৬
জীববৈচিত্র্যের সার্বিক সংজ্ঞাটি কবে 'Correction of Biological diversity'-তে প্রকাশিত হয়—
(a) 1990
(b) 1992
(c) 1994
(d) 1985
উত্তর: B
প্রশ্ন:৭
প্রকৃতির বাসস্থানের অন্তর্গত জীববৈচিত্র্যের সংরক্ষণকে বলে—
(a) ইন-সিটু সংরক্ষণ
(b) এক্স-সিটু সংরক্ষণ
(c) সংরক্ষিত বনাঞ্চল
(d) সবকটি
উত্তর: A
প্রশ্ন:৮
জাতীয় উদ্যানের উদাহরণ হল—
(a) কর্ণাটকের বন্দিপুর
(b) গুজরাটের গির
(c) পশ্চিমবঙ্গের সুন্দরবন
(d) উত্তরপ্রদেশের করবেট
উত্তর: D
প্রশ্ন:৯
উদ্ভিদের পরাগরেণু ও বীজের সংরক্ষণকে বলে—
(a) এক্স-সিটু সংরক্ষণ
(b) ক্রায়াে সংরক্ষণ
(c) ইন-সিটু সংরক্ষণ
(d) সবকটিই
উত্তর: B
প্রশ্ন:১০
বিটা বৈচিত্র্যের সূচকটি হল—
(a) (S1 - C) + (S2 - C)
(b) (S1 - S2)
(c) (S1 + C) - (S2 - C)
(d) কোনোটিই নয়
উত্তর: A
⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇
⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇

Comments
Post a Comment