নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
WBCS Special MCQsBiologyবাস্তব্যবিদ্যা ও পরিবেশ
প্রশ্ন:১
1990 খ্রিস্টাব্দে ভারতবর্ষে জাতীয় উদ্যান গড়ে উঠেছে—
(a) 70 টি
(b) 90 টি
(c) 67 টি
(d) 100 টি
উত্তর: C
প্রশ্ন:২
নিয়মিতভাবে পরিবেষ্টিত ও সুরক্ষিত পরিবেশকে বলে—
(a) কোর অঞ্চল
(b) প্রােটেকটিভ অঞ্চল
(c) অভয়ারণ্য
(d) জাতীয় পার্ক
উত্তর: A
প্রশ্ন:৩
জীবের আবাসস্থলের বাইরে সংরক্ষণ করাকে বলে—
(a) এক্স-সিটু সংরক্ষণ
(b) ইন-সিটু সংরক্ষণ
(c) a ও b উভয়ই
(d) কোনােটিই নয়
উত্তর: A
প্রশ্ন:৪
পশ্চিমবঙ্গের একটি অভয়ারণ্যের নাম হল—
(a) সুন্দরবন
(b) করবেট
(c) গির
(d) বন্দিপুর
উত্তর: A
প্রশ্ন:৫
পৃথিবীর জৈববৈচিত্র্য সংরক্ষণের জন্য কারা বৈজ্ঞানিক পরামর্শ দেন ?
(a) WHO
(b) IUCN
(c) ICBN
(d) WCU এবং WWF
উত্তর: D
প্রশ্ন:৬
জীববৈচিত্র্যের সার্বিক সংজ্ঞাটি কবে 'Correction of Biological diversity'-তে প্রকাশিত হয়—
(a) 1990
(b) 1992
(c) 1994
(d) 1985
উত্তর: B
প্রশ্ন:৭
প্রকৃতির বাসস্থানের অন্তর্গত জীববৈচিত্র্যের সংরক্ষণকে বলে—
(a) ইন-সিটু সংরক্ষণ
(b) এক্স-সিটু সংরক্ষণ
(c) সংরক্ষিত বনাঞ্চল
(d) সবকটি
উত্তর: A
প্রশ্ন:৮
জাতীয় উদ্যানের উদাহরণ হল—
(a) কর্ণাটকের বন্দিপুর
(b) গুজরাটের গির
(c) পশ্চিমবঙ্গের সুন্দরবন
(d) উত্তরপ্রদেশের করবেট
উত্তর: D
প্রশ্ন:৯
উদ্ভিদের পরাগরেণু ও বীজের সংরক্ষণকে বলে—
(a) এক্স-সিটু সংরক্ষণ
(b) ক্রায়াে সংরক্ষণ
(c) ইন-সিটু সংরক্ষণ
(d) সবকটিই
উত্তর: B
প্রশ্ন:১০
বিটা বৈচিত্র্যের সূচকটি হল—
(a) (S1 - C) + (S2 - C)
(b) (S1 - S2)
(c) (S1 + C) - (S2 - C)
(d) কোনোটিই নয়
উত্তর: A
⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇
⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇
Comments
Post a Comment