নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
WBCS Special MCQsBiologyবাস্তব্যবিদ্যা ও পরিবেশ
প্রশ্ন:১
কোন্ প্রাণীটি ভারতবর্ষ থেকে লুপ্ত হয়ে গেছে ?
(a) চিতা
(b) হায়না
(c) জলহস্তী
(d) তুষার চিতা
উত্তর: D
প্রশ্ন:২
'National Wildlife Act' প্রবর্তিত হয়েছে—
(a) 1974
(b) 1972
(c) 1978
(d) 1976
উত্তর: B
প্রশ্ন:৩
প্রাণী ও উদ্ভিদ সমূহ সর্বাপেক্ষা সুরক্ষিত থাকে নিম্নলিখিত কোন্ স্থানে ?
(a) ন্যাশনাল পার্ক
(b) স্যাংচুয়ারি
(c) বােটানিক্যাল গার্ডেন
(d) চিড়িয়াখানা
উত্তর: A
প্রশ্ন:৪
কবে ভারতে বায়ােস্ফিয়ার রিজার্ভ ফরেস্ট স্থাপন শুরু হয় ?
(a) 1985
(b) 1986
(c) 1984
(d) 1959
উত্তর: B
প্রশ্ন:৫
1986 খ্রিস্টাব্দে বায়ােস্ফিয়ার রিজার্ভের প্রবক্তা হল—
(a) WWF-N
(b) UNESCO
(c) HAB-Programme of UNESCO
(d) IUCN
উত্তর: C
প্রশ্ন:৬
ভারতবর্ষের জীবভৌগােলিক (Biogeographical region)-এর সংখ্যা হল—
(a) 10
(b) 16
(c) 18
(d) 8
উত্তর: A
প্রশ্ন:৭
ভারতবর্ষে Hotspot-এর সংখ্যা—
(a) 3
(b) 2
(c) 1
(d) 4
উত্তর: B
প্রশ্ন:৮
ভারতবর্ষের সর্বপ্রথম কোন্ ন্যাশনাল পার্কটি স্থাপিত হয় ?
(a) পেরিয়ার
(b) করবেট
(c) বন্দিপুর
(d) কানহা
উত্তর: B
প্রশ্ন:৯
কানহা ন্যাশনাল পার্ক কোনটির জন্য বিখ্যাত ?
(a) বাঘ
(b) কুমির
(c) গন্ডার
(d) পাখি
উত্তর: A
প্রশ্ন:১০
সিংহ দেখা যায়—
(a) গির অরণ্যে
(b) পশ্চিমঘাটে
(c) মধ্যপ্রদেশ
(d) করবেট ন্যাশনাল পার্কে
উত্তর: A
⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇
⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇
Comments
Post a Comment