দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - বহু বিকল্পভিত্তিক প্রশ্ন বিভাগ ১: চলনের প্রাথমিক ধারণা ও জগদীশচন্দ্র বসু প্রশ্নঃ১. উদ্দীপকের প্রভাবে জীবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালনকে কী বলে? (ক) গমন (খ) চলন (গ) রেচন (ঘ) পুষ্টি উত্তর: (খ) চলন প্রশ্নঃ২. যে প্রক্রিয়ায় জীব স্বেচ্ছায় সামগ্রিক স্থান পরিবর্তন করে তাকে কী বলে? (ক) চলন (খ) বিচলন (গ) গমন (ঘ) উদ্দীপনা উত্তর: (গ) গমন
WBCS Special MCQsBiologyবাস্তব্যবিদ্যা ও পরিবেশ
প্রশ্ন:১
কোন্ প্রাণীটি ভারতবর্ষ থেকে লুপ্ত হয়ে গেছে ?
(a) চিতা
(b) হায়না
(c) জলহস্তী
(d) তুষার চিতা
উত্তর: D
প্রশ্ন:২
'National Wildlife Act' প্রবর্তিত হয়েছে—
(a) 1974
(b) 1972
(c) 1978
(d) 1976
উত্তর: B
প্রশ্ন:৩
প্রাণী ও উদ্ভিদ সমূহ সর্বাপেক্ষা সুরক্ষিত থাকে নিম্নলিখিত কোন্ স্থানে ?
(a) ন্যাশনাল পার্ক
(b) স্যাংচুয়ারি
(c) বােটানিক্যাল গার্ডেন
(d) চিড়িয়াখানা
উত্তর: A
প্রশ্ন:৪
কবে ভারতে বায়ােস্ফিয়ার রিজার্ভ ফরেস্ট স্থাপন শুরু হয় ?
(a) 1985
(b) 1986
(c) 1984
(d) 1959
উত্তর: B
প্রশ্ন:৫
1986 খ্রিস্টাব্দে বায়ােস্ফিয়ার রিজার্ভের প্রবক্তা হল—
(a) WWF-N
(b) UNESCO
(c) HAB-Programme of UNESCO
(d) IUCN
উত্তর: C
প্রশ্ন:৬
ভারতবর্ষের জীবভৌগােলিক (Biogeographical region)-এর সংখ্যা হল—
(a) 10
(b) 16
(c) 18
(d) 8
উত্তর: A
প্রশ্ন:৭
ভারতবর্ষে Hotspot-এর সংখ্যা—
(a) 3
(b) 2
(c) 1
(d) 4
উত্তর: B
প্রশ্ন:৮
ভারতবর্ষের সর্বপ্রথম কোন্ ন্যাশনাল পার্কটি স্থাপিত হয় ?
(a) পেরিয়ার
(b) করবেট
(c) বন্দিপুর
(d) কানহা
উত্তর: B
প্রশ্ন:৯
কানহা ন্যাশনাল পার্ক কোনটির জন্য বিখ্যাত ?
(a) বাঘ
(b) কুমির
(c) গন্ডার
(d) পাখি
উত্তর: A
প্রশ্ন:১০
সিংহ দেখা যায়—
(a) গির অরণ্যে
(b) পশ্চিমঘাটে
(c) মধ্যপ্রদেশ
(d) করবেট ন্যাশনাল পার্কে
উত্তর: A
⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇
⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇

Comments
Post a Comment