WBCS Special VSQs
Biology
জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান
প্রশ্ন:১
মসের রেণু দ্বারা গঠিত আদি ফিলামেন্টযুক্ত গঠন কী ?
উত্তর:
প্রােটোনিমা।
প্রশ্ন:২
বেল্ট আকৃতির ক্লোরােপ্লাস্ট কোথায় দেখা যায় ?
উত্তর:
ইউলােথ্রিক্স শৈবালে।
প্রশ্ন:৩
কোন্ উদ্ভিদে কুণ্ডলিত মুকুল পত্রবিন্যাস দেখা যায় ?
উত্তর:
ফার্নে।
প্রশ্ন:৪
একটি উভচর উদ্ভিদের নাম কী ?
উত্তর:
Riccia discolor।
প্রশ্ন:৫
কোন্ খনিজ মৌল সামুদ্রিক শৈবাল থেকে পাওয়া যায় ?
উত্তর:
আয়ােডিন।
প্রশ্ন:৬
সিস্টোকার্প কোথায় দেখা যায় ?
উত্তর:
Polysiphonia শৈবালে।
প্রশ্ন:৭
'Maiden-hair-fern' কোন্ ফার্নকে বলা হয় ?
উত্তর:
Adiantum।
প্রশ্ন:৮
কোন্ শৈবালে ফিউকোজ্যানথিন থাকে ?
উত্তর:
ফিওফাইটা।
প্রশ্ন:৯
মসের ক্যাপসুলে অবস্থিত দাঁতের মতাে গঠনকে কী বলে ?
উত্তর:
পেরিস্টোম।
প্রশ্ন:১০
কোন্ কোন্ বৈশিষ্ট্যে শৈবাল, ব্রায়ােফাইটার থেকে আলাদা ?
উত্তর:
শৈবালে–জননাঙ্গ হল নগ্ন;
ব্রায়ােফাইটার–জননাঙ্গ আবৃত থাকে জ্যাকেট কোশ দ্বারা।
✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷
জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান, সেট ৭[PREV]
জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান, সেট ৯[NEXT]
✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷
Comments
Post a Comment