WBCS Special MCQs
Biology
জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান
প্রশ্ন:১
লাইকেন যখন ক্রান্তীয় অঞ্চলে থাকে তাকে বলে—
(a) স্যাক্সিকোলস
(b) কর্টিকোলস
(c) টেরিকোলস
(d) কোনটিই নয়
উত্তর: B
প্রশ্ন:২
লিটমাস প্রস্তুতিতে ব্যবহৃত লাইকেন হল—
(a) Rocella
(b) Ascobolus
(c) Parmelia
(d) Usnea
উত্তর: A
প্রশ্ন:৩
লাইকেনের ছত্রাক উপাদানটিতে গঠন যখন চাকতির মতাে হয় তখন একে বলে—
(a) পাইরােনােকার্পি
(b) জিমনােকার্পি
(c) a ও b উভয়ই
(d) কোনটিই নয়
উত্তর: B
প্রশ্ন:৪
লাইকেন থ্যালাসের উপর মসৃণ উপবৃদ্ধিকে বলে—
(a) ইসিডিয়া
(b) ফাইলিডিয়া
(c) a ও b উভয়ই
(d) কোনটিই নয়
উত্তর: A
প্রশ্ন:৫
লাইকেনের শৈবাল অংশকে বলে—
(a) মাইকোবায়ন্ট
(b) ফাইকোবায়ন্ট
(c) a এবং b উভয়ই
(d) কোনটিই নয়
উত্তর: B
প্রশ্ন:৬
লাইকেনের দেহ যখন শুষ্ক ও প্রচুর শাখাযুক্ত হয়, তখন তাকে বলে—
(a) ফোলিওজ
(b) ফ্রুটিকোজ
(c) ক্রাস্টোজ
(d) লেপ্রােস
উত্তর: B
প্রশ্ন:৭
লাইকেনের পুংজননাঙ্গকে বলে—
(a) স্পারমােগােনিয়াম
(b) অ্যাসকাস
(c) অ্যাগােথেসিয়াম
(d) কোনটিই নয়
উত্তর: A
প্রশ্ন:৮
লাইকেন যখন শীতপ্রধান দেশের পাথরে দেখা যায় তখন তাকে বলে—
(a) কর্টিকোলস
(b) স্যাক্সিকোলস
(c) টেরিকোলস
(d) কোনটিই নয়
উত্তর: B
প্রশ্ন:৯
লাইকেনে ছত্রাক এককোশী শৈবাল দিয়ে আবৃত থাকলে তাকে বলে—
(a) লেপ্রােস
(b) ক্রাস্টোজ
(c) ফোলিওজ
(d) কোনটিই নয়
উত্তর: A
প্রশ্ন:১০
মাইকোবায়ন্ট রূপে ছত্রাক থাকে—
(a) 98%
(b) 100%
(c) 50%
(d) 25%
উত্তর: A
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸
জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান, সেট ৭[PREV]
জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান, সেট ৯[NEXT]
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸
Comments
Post a Comment