WBCS Special VSQs
Biology
জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান
প্রশ্ন:১
কোন্ প্রাণীকে খণ্ড খণ্ড করলেও খণ্ড থেকে তাকে চেনা সম্ভব ?
উত্তর:
স্পঞ্জ।
প্রশ্ন:২
নালিপদ কোন্ প্রাণীতে থাকে ?
উত্তর:
তারামাছ।
প্রশ্ন:৩
একটি বিষধর সাপের উদাহরণ দাও ?
উত্তর:
কোবরা।
প্রশ্ন:৪
সিউডােসিলােম যুক্ত প্রাণী কী ?
উত্তর:
Ascaris।
প্রশ্ন:৫
মােলাস্কার অর্থনৈতিক গুরুত্ব কী ?
উত্তর:
মুক্তার উৎস হিসেবে গণ্য করা হয়।
প্রশ্ন:৬
স্বাদু জলে বসবাসকারী সিলােমযুক্ত প্রাণী কী ?
উত্তর:
হাইড্রা।
প্রশ্ন:৭
আর্থ্রোপোডার অর্থনৈতিক গুরুত্ব বলাে।
উত্তর:
সিল্কের উৎস।
প্রশ্ন:৮
কোন্ প্রাণী কর্ডাটা ও অকর্ডাটার মধ্যে সংযােগস্থাপন করেছে ?
উত্তর:
ব্যালানােগ্লোসাস।
প্রশ্ন:৯
একটি বিষবিহীন সাপের উদাহরণ দাও।
উত্তর:
পাইথন।
প্রশ্ন:১০
স্তন্যপায়ী খেচর প্রাণীর নাম বলাে।
উত্তর:
বাদুড়।
✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷
জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান, সেট ১১[PREV]
জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান, সেট ১৩[NEXT]
✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷
Comments
Post a Comment