WBCS Special MCQs
Biology
জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান
প্রশ্ন:১
জলজ উদ্ভিদে নিম্নলিখিত কোনটি সুগঠিত ?
(a) সংবাহী কলা
(b) পত্ররন্ধ্র
(c) মূল
(d) এরেনকাইমা
উত্তর: D
প্রশ্ন:২
নিম্নলিখিত কোনটি সবুজ শৈবাল নয় ?
(a) Volvox
(b) Fucus
(c) Spirogyra
(d) Chhamydomonus
উত্তর: B
প্রশ্ন:৩
নিম্নলিখিত কোনটি বাধ্যতামূলক মূল পরজীবী ?
(a) Rafflesia
(b) Viscum
(c) Loranthus
(d) Neottia
উত্তর: A
প্রশ্ন:৪
নিম্নলিখিত কোন্ শৈবাল ফ্ল্যাজেলাযুক্ত নয় ?
(a) Volvox
(b) Spirogyra
(c) Chlamydomonus
(d) কোনােটিই নয়
উত্তর: B
প্রশ্ন:৫
নিম্নলিখিত কোন্ বিভাগের উদ্ভিদে বীজ উৎপন্ন হলেও ফল থাকে না ?
(a) ব্রায়ােফাইটা
(b) টেরিডােফাইটা
(c) বক্তবীজী
(d) গুপ্তবীজী
উত্তর: C
প্রশ্ন:৬
নিম্নলিখিত কোন্ বৈশিষ্ট্যে ব্যক্তবীজী ও গুপ্তবীজীর মধ্যে পার্থক্য করা যায় ?
(a) ব্যক্তবীজী উদ্ভিদে পরাগথলি বর্তমান
(b) ব্যক্তবীজী উদ্ভিদে নগ্ন ডিম্বক উপস্থিত
(c) গুপ্তবীজী উদ্ভিদে পত্ররন্ধ্র উপস্থিত
(d) কোনােটিই নয়
উত্তর: B
প্রশ্ন:৭
ক্ল্যামাইডােমােনাসে দেখা যায়—
(a) পূর্ণাঙ্গ দেহ হ্যাপ্লয়েড
(b) যৌন জনন ঘটে
(c) a ও b উভয়ই
(d) কোনােটিই নয়
উত্তর: C
প্রশ্ন:৮
নিম্নলিখিত কোনটি বাদামি শৈবালের বৈশিষ্ট্য নয় ?
(a) বহুকোশী
(b) Chl-a ও b-এর উপস্থিতি
(c) পার্বত্য পরিবেশে অবস্থান করে
(d) কৃষিকার্যে ব্যবহৃত হয়
উত্তর: B
প্রশ্ন:৯
নিম্নলিখিত কোন্ রঞ্জক পদার্থ ক্লোরােফাইটা ও উন্নত উদ্ভিদ-এ দেখা যায় ?
(a) Chl-a
(b) Chl-b
(c) Chl-c
(d) Chl ও b
উত্তর: D
প্রশ্ন:১০
পতঙ্গভুক উদ্ভিদরা মাটিতে বসবাস করে, কিন্তু তাদের মধ্যে অভাব হল—
(a) জল
(b) অক্সিজেন
(c) নাইট্রোজেন
(d) ট্রেস এলিমেন্ট
উত্তর: C
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸
জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান, সেট ৩৬[PREV]
জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান, সেট ৩৮[NEXT]
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸
Comments
Post a Comment