WBCS Special MCQs
Biology
জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান
প্রশ্ন:১
কোনটি সিলেনটারেট ?
(a) সি-ফিশ
(b) সি-আরচিন
(c) সি-পেন
(d) সি-কিউকামবার
উত্তর: C
প্রশ্ন:২
হাইড্রার নিমাটোসিস্টে কোন্ রাসায়নিক পদার্থ থাকে ?
(a) হিমাটিন
(b) হিমােজয়েন
(c) হিপনােটক্সিন
(d) অ্যাগ্লুটিনােজেন
উত্তর: C
প্রশ্ন:৩
কোনটি ভুল জোড় ?
(a) নিডারিয়া—প্যারাপােডিয়া
(b) অ্যানিলিডা—ম্যালপিজিয়ান নালিকা
(c) আর্থ্রোপােডা—নেফ্রিডিয়া
(d) মােলাস্কা—পেকটিন
উত্তর: A
প্রশ্ন:৪
পলিমরফিজম দেখা যায়—
(a) হাইড্রোজোয়াতে
(b) স্কাইফোজোয়াতে
(c) অ্যান্থোজোয়াতে
(d) রাইজোপােডাতে
উত্তর: A
প্রশ্ন:৫
স্পঞ্জোসিল যে কোশ দিয়ে আবৃত থাকে তা হল—
(a) অ্যামিবােসাইট
(b) পােরােসাইট
(c) কোয়ানােসাইট
(d) ফ্যাগােসাইট
উত্তর: C
প্রশ্ন:৬
কোয়ানােসাইট কোশ কার বৈশিষ্ট্য ?
(a) অ্যানিলিডার
(b) আর্থ্রোপােডার
(c) একাইনােডার্মাটার
(d) পরিফেরার
উত্তর: D
প্রশ্ন:৭
কোনটি সঠিক জোড় ?
(a) ক্যাটল ফিশ—অসটিকথিস
(b) জেলিফিশ—স্কাইফোজোয়া
(c) ক্রে-ফিশ —কনড্রিকথিস
(d) সিলভার ফিশ—অ্যানিলিডা
উত্তর: B
প্রশ্ন:৮
ওবেলিয়ার জীবন চক্রকে বলে—
(a) নিওবেটিন
(b) জনুময়
(c) মেটাজেনেসিস
(d) মেটামরফোসিস
উত্তর: C
প্রশ্ন:৯
স্ট্যাটোসিস্ট কোন্ প্রাণীর সংবেদি অঙ্গ ?
(a) Ascaris
(b) Paramoecium
(c) Taenia
(d) Obelia-র মেডুসা
উত্তর: D
প্রশ্ন:১০
হাইড্রার দেহগহ্বরকে বলে—
(a) আরকেনটেরন
(b) সিলেনটেরন
(c) সিলােম
(d) হিমােসিল
উত্তর: B
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸
জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান, সেট ২৫[PREV]
জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান, সেট ২৭[NEXT]
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸
Comments
Post a Comment