WBCS Special VSQs
Biology
জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান
প্রশ্ন:১
অর্থনৈতিক গুরুত্বসম্পন্ন শৈবাল কী ?
উত্তর:
Laminaria sp.
প্রশ্ন:২
ব্রায়ােফাইটার দুটি প্রধান বৈশিষ্ট্য উল্লেখ করাে।
উত্তর:
(a) ব্রায়ােফাইটার প্রধান উদ্ভিদদেহটি লিঙ্গধর (n), রেণুধর উদ্ভিদ (2n) সর্বদাই লিঙ্গধর উদ্ভিদের সঙ্গে যুক্ত থাকে।
(b) এদের মূল থাকে না, পরিবর্তে রাইজয়েড, শল্ক বা রােম থাকে।
প্রশ্ন:৩
মিশ্র মুকুল কী ?
উত্তর:
যে মুকুল থেকে উদ্ভিদের অঙ্গ ও ফুল উভয় উৎপন্ন হয়। যেমন—আপেলের পুস্পমুকুল।
প্রশ্ন:৪
পাইনাসের স্ত্রীকোন পূর্ণাঙ্গে পরিণত হতে কতদিন সময় নেয় ?
উত্তর:
তিন বছর।
প্রশ্ন:৫
পিট মৃত্তিকা বলতে কী বােঝাে ?
উত্তর:
স্ফ্যাগনাম জাতীয় মস একসঙ্গে অনেক জন্মালে তা একত্রে কার্বন জাতীয় পিট মৃত্তিকা গঠন করে। পিট মৃত্তিকার জলধারণের ক্ষমতা বেশি হওয়ায় চাষের উপযােগী।
প্রশ্ন:৬
বিটপ কত রকমের ?
উত্তর:
দু-রকমের, যথা—খর্ব বিটপ ও দীর্ঘ বিটপ।
প্রশ্ন:৭
শৈবাল বলতে কী বােঝাে ?
উত্তর:
এককোশী বা বহুকোশী সমাঙ্গদেহী ক্লোরােফিলযুক্ত সরল প্রকৃতির থ্যালােফাইটার অন্তর্গত উদ্ভিদগােষ্ঠীকে শৈবাল বলে।
প্রশ্ন:৮
পাইনাসের কোন্ প্রজাতি ভারতের সমান্তরালে জন্মায় ?
উত্তর:
Pinus longifolia।
প্রশ্ন:৯
দুটি বিষাক্ত ছত্রাকের নাম লেখাে।
উত্তর:
(a) Boletus satanus,
(b) Russula fotens।
প্রশ্ন:১০
টেরিডােফাইটা কাকে বলে ?
উত্তর:
মূল, কাণ্ড, পাতায় বিভেদিত, সংবহন কলাযুক্ত উন্নত অপুষ্পক উদ্ভিদদের ফার্নবর্গ বা টেরিডােফাইটা বলা হয়। উদাহরণঃ মারসিলিয়া, ড্রায়ােপটেরিস।
✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷
জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান, সেট ৮[PREV]
জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান, সেট ১০[NEXT]
✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷
Comments
Post a Comment