WBCS Special VSQs
Biology
জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান
প্রশ্ন:১
Rhizopus কী হােমােথ্যালিক না হেটারােথ্যালিক ?
উত্তর:
হেটারােথ্যালিক।
প্রশ্ন:২
কোন্ শ্রেণির ছত্রাকে প্রস্থ প্রাচীর থাকে না ?
উত্তর:
মিউকর।
প্রশ্ন:৩
একটি উদাহরণ দাও যেক্ষেত্রে সােমাটোগ্যামি ঘটে ?
উত্তর:
অ্যাগারিকাস (Agaricus)।
প্রশ্ন:৪
আলেকজান্ডার ফ্লেমিং কোন্ ছত্রাক থেকে পেনিসিলিয়াম আবিষ্কার করেন ?
উত্তর:
পেনিসিলিয়াম নোটেটাম (Penicillium notatum)।
প্রশ্ন:৫
ইস্টের কোশ কোন্ ধরনের ভিটামিনের উৎস ?
উত্তর:
ভিটামিন B এবং D।
প্রশ্ন:৬
কোরকোদগম পদ্ধতিতে অঙ্গজ জনন সম্পন্ন করে কোন্ ছত্রাক ?
উত্তর:
ইস্ট।
প্রশ্ন:৭
ছত্রাকের প্রাচীরের প্রধান পলিস্যাকারাইড কোনটি ?
উত্তর:
কাইটিন।
প্রশ্ন:৮
হেটারােথ্যালিসম পদ্ধতিটি কে আবিষ্কার করেন ?
উত্তর:
A.F. Blakeslee।
প্রশ্ন:৯
কোন্ প্রকারের জীবেরা ছত্রাক রাজ্যের অন্তর্ভুক্ত ?
উত্তর:
ইউক্যারিওটিক এবং হেটারােট্রপিক জীবেরা।
প্রশ্ন:১০
কোন্ ছত্রাক সন্ধান পদ্ধতিটির সঙ্গে সম্পর্কযুক্ত ?
উত্তর:
Saccharomyces sp.
✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷
জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান, সেট ৪[PREV]
জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান, সেট ৬[NEXT]
✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷
Comments
Post a Comment