WBCS Special MCQs
Biology
জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান
প্রশ্ন:১
সবচেয়ে বড়াে পাখি হল—
(a) এমু
(b) উটপাখি
(c) ময়ূর
(d) পেঙ্গুইন
উত্তর: B
প্রশ্ন:২
নীচের কোনটি জরায়ুজ প্রাণী ?
(a) ছুঁচো
(b) প্লাটিপাস
(c) ক্যাঙারু
(d) কোনােটিই নয়
উত্তর: A
প্রশ্ন:৩
মারসুপিয়াম থলিবিশিষ্ট প্রাণীদের বলে—
(a) প্রােটোথেরিয়া
(b) মেটাথেরিয়া
(c) ইউথেরিয়া
(d) থেরিয়া
উত্তর: B
প্রশ্ন:৪
স্তন্যপায়ী প্রাণীদের কোন্ গ্রন্থি স্তনগ্রন্থি পরিবর্তিত ?
(a) লালাগ্রন্থি
(b) স্বেদগ্রন্থি
(c) তেলগ্রন্থি
(d) অশ্রুগ্রন্থি
উত্তর: B
প্রশ্ন:৫
পায়রার পৌষ্টিকনালির কোন্ অংশ দুধ ক্ষরণ করে ?
(a) গিজার্ড
(b) ক্রপ
(c) পাকস্থলী
(d) লালাগ্রন্থি
উত্তর: B
প্রশ্ন:৬
তিমি কোন্ গােষ্ঠীর প্রাণী ?
(a) সরীসৃপ
(b) সন্ধিপদ
(c) সিলেনটারেটা
(d) স্তন্যপায়ী
উত্তর: D
প্রশ্ন:৭
পায়রার কয়েকটি কশেরুকা মিলে গঠিত হয়—
(a) স্যাক্রাম
(b) কক্সিস
(c) সিনস্যাক্রাম
(d) কোনােটিই নয়
উত্তর: C
প্রশ্ন:৮
নীচের কোন্ প্রাণীর দেহে লােম থাকে না ?
(a) রােডেনসিয়া
(b) কাইরােপটেরা
(c) প্রাইমেট
(d) সিটেসিয়া
উত্তর: D
প্রশ্ন:৯
স্তনবৃন্তহীন স্তনগ্রন্থি কার ?
(a) প্রােটোথেরিয়া
(b) মেটাথেরিয়া
(c) ইউথেরিয়া
(d) থেরিয়া
উত্তর: A
প্রশ্ন:১০
কোন্ পাখিটি উড্ডয়নহীন ?
(a) সারস
(b) পায়রা
(c) এমু
(d) শালিক
উত্তর: C
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸
জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান, সেট ৩১[PREV]
জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান, সেট ৩৩[NEXT]
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸
Comments
Post a Comment