WBCS Special MCQs
Biology
জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান
প্রশ্ন:১
কৃত্রিম শ্রেণিবিন্যাস পদ্ধতির প্রচলন করেছিলেন—
(a) লিনিয়াস
(b) হুকার
(c) হাচিনসন
(d) বেন্থাম ও হুকার
উত্তর: A
প্রশ্ন:২
ব্যাকটেরিয়ার কোশপ্রাচীরে থাকে—
(a) পেপটাইডােগ্লাইক্যান
(b) লিগনিন
(c) সুবেরিন
(d) সেলুলােজ
উত্তর: A
প্রশ্ন:৩
নিম্নলিখিত কোন্ প্রকার জলে ব্যাকটেরিয়া লক্ষ করা যায় না ?
(a) গভীর কূপের জল
(b) সামুদ্রিক জল
(c) জলের উয় প্রস্ববণ
(d) বৃষ্টির জল
উত্তর: D
প্রশ্ন:৪
নিম্নলিখিত কোনটি আর্কিব্যাকটেরিয়া—
(a) Green sulphur
(b) Blue-greens
(c) methanogens
(d) প্রত্যেকটি
উত্তর: C
প্রশ্ন:৫
স্বাভাবিক শ্রেণীবিন্যাসের প্রবর্তক হলেন—
(a) হাচিনসন
(b) বেন্থাম
(c) হুকার
(d) বেন্থাম ও হুকার
উত্তর: D
প্রশ্ন:৬
যখন ব্যাকটেরিয়া রড-এর মতাে আকৃতিবিশিষ্ট হয়, তখন তাকে বলে—
(a) কক্কাই
(b) ব্যাসিলি
(c) ভিব্রিও
(d) স্পাইরিলা
উত্তর: B
প্রশ্ন:৭
ব্যাকটেরিয়া প্রথম আবিষ্কার করেন—
(a) রবার্ট কচ্
(b) রবার্ট হুক
(c) লুই পাস্তুর
(d) এ.ভি. লিউওয়েনহক
উত্তর: D
প্রশ্ন:৮
কেমােসিন্থেটিক ব্যাকটেরিয়া হল—
(a) অজৈব যৌগ জারিত করে শক্তি উৎপন্ন করে
(b) প্রত্যেকে অটোট্রপিক
(c) সৌরশক্তি ব্যবহার করে শক্তি উৎপন্ন করে
(d) a ও b উভয়
উত্তর: D
প্রশ্ন:৯
কোন্ প্রকার ব্যাকটেরিয়া বােটুলিসমের জন্য দায়ী ?
(a) Clostridium
(b) Pseudomonas
(c) Bacillus
(d) Staphylococcus
উত্তর: A
প্রশ্ন:১০
এক প্রকার গঠন যা ব্যাকটেরিয়া কোশে জেনেটিক তথ্য বহন করে—
(a) নিউক্লিয়াস
(b) নিউক্লিওয়েড
(c) নিউক্লিওলাস
(d) নিউক্লিওজোম
উত্তর: B
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸
জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান, সেট ২২[PREV]
জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান, সেট ২৪[NEXT]
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸
Comments
Post a Comment