WBCS Special VSQs
Biology
জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান
প্রশ্ন:১
হায়ারার্কিয়াল শ্রেণিবিন্যাসের প্রবর্তক কে ?
উত্তর:
বিজ্ঞানী লিনিয়াস।
প্রশ্ন:২
ট্যাক্সন (Taxon) কাকে বলে ?
উত্তর:
শ্রেণিবিন্যাসের যে-কোনাে স্তরের একককে ট্যাক্সন বলে। প্রজাতি হল ক্ষুদ্রতম ট্যাক্সন। জগৎ হল বৃহত্তম ট্যাক্সন।
প্রশ্ন:৩
শালগাছের বিজ্ঞানসম্মত নাম কী ?
উত্তর:
Shorea robusta।
প্রশ্ন:৪
‘সিস্টেমেটিক্স’ শব্দটি কে প্রবর্তন করেন ?
উত্তর:
বিজ্ঞানী ক্যারােলাস লিনিয়াস ‘সিস্টেমেটিক্স’ শব্দটি প্রবর্তন করেন।
প্রশ্ন:৫
ট্যাক্সোনমি শব্দের প্রবর্তক কে ?
উত্তর:
অগাস্তিন পি.দ্য. কনডােলে।
প্রশ্ন:৬
বায়ােস্পিসিস (Biospecies) কাকে বলে ?
উত্তর:
জননগত ও বংশগত বৈশিষ্ট্যে অন্যান্য জীবগােষ্ঠী থেকে পৃথক প্রজাতিকে বায়ােস্পিসিস (Biospecies) বলে।
প্রশ্ন:৭
ক্যারােলাস লিনিয়াস রচিত প্রাণীদের বর্ণনামূলক গ্রন্থের নাম কী ?
উত্তর:
‘সিস্টেমা ন্যাচুরি’।
প্রশ্ন:৮
মরফোস্পিসিস (Morphospecies) কাকে বলে ?
উত্তর:
অঙ্গসংস্থানিক বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে গঠিত প্রজাতিকে মরফোস্পিসিস বলে।
প্রশ্ন:৯
শ্রেণিবিন্যাসের সর্বোচ্চ ও সর্বনিম্ন একক কী ?
উত্তর:
সর্বোচ্চ একক—জগৎ এবং সর্বনিম্ন একক—প্রজাতি।
প্রশ্ন:১০
ভারতীয় সিংহের ত্রিপদযুক্ত নাম কী ?
উত্তর:
Panthera leo persica।
✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷
জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান, সেট ১৬[PREV]
জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান, সেট ১৮[NEXT]
✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷
Comments
Post a Comment