পরিবেশের জন্য ভাবনা (Concern About Our Environment) ১. বায়ুমণ্ডলের গঠন (Structure of the Atmosphere) উচ্চতা ও উষ্ণতার পরিবর্তনের ওপর ভিত্তি করে বায়ুমণ্ডলকে প্রধানত ছয়টি স্তরে ভাগ করা হয়েছে:
WBCS Special VSQs
Biology
জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান
প্রশ্ন:১
মটর গাছের বৈজ্ঞানিক নাম কী ?
উত্তর:
Pisum sativum।
প্রশ্ন:২
ডিম কী ?
উত্তর:
যে-কোনাে স্থানের আন্তঃপ্রজননশীল পপুলেশনকে ডিম বলে।
প্রশ্ন:৩
‘প্রজাতি’ শব্দটি প্রথম ব্যবহার করেন কে ?
উত্তর:
John Ray।
প্রশ্ন:৪
IBC-এর পুরাে নাম কী ?
উত্তর:
International Botanical Congress।
প্রশ্ন:৫
মানুষের বিজ্ঞানসম্মত নাম কী ?
উত্তর:
Homo sapiens sapiens।
প্রশ্ন:৬
শ্রেণিবিন্যাসের 21 টি ধাপের শেষ ধাপ কী ?
উত্তর:
ফর্মা।
প্রশ্ন:৭
দ্বিপদ শ্রেণিবিন্যাসের আবিষ্কারক কে ?
উত্তর:
ক্যারােলাস লিনিয়াস।
প্রশ্ন:৮
বট গাছের বৈজ্ঞানিক নাম কী ?
উত্তর:
Ficus bengalensis।
প্রশ্ন:৯
আরশােলার বৈজ্ঞানিক নাম কী ?
উত্তর:
Periplaneta americana।
প্রশ্ন:১০
Species plantarum-এর প্রবক্তা কে ?
উত্তর:
লিনিয়াস।
✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷
✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷

Comments
Post a Comment