WBCS Special MCQs
Biology
জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান
প্রশ্ন:১
মেসােডার্ম-এর উপস্থিতির ফলে—
(a) সিলােমের বৃদ্ধিতে বাধা
(b) অঙ্গ ও অঙ্গাংশের বৃদ্ধি
(c) পেশির বৃদ্ধি
(d) b ও c উভয়ই
উত্তর: D
প্রশ্ন:২
নিম্নলিখিত কোনটি উভচরের বৈশিষ্ট্য নয় ?
(a) শুষ্ক চর্ম বা জলীয়বাষ্প শােষণ করে
(b) জলে গমন ঘটে
(c) a ও b উভয়
(d) কোনােটিই নয়
উত্তর: A
প্রশ্ন:৩
নিম্নলিখিত কোনটি সম্পর্কিত নয় ?
(a) ব্লাম-ফুলকা
(b) লেবস্টার-ফুলকা
(c) ঘাসফড়িং-বই ফুসফুস
(d) পলিকিট-প্যারাপােডিয়া
উত্তর: C
প্রশ্ন:৪
নিম্নলিখিত কোনটি অ্যানিলিডা পর্বের বৈশিষ্ট্য নয় ?
(a) হাইড্রোস্ট্যাটিক অস্থিমজ্জা
(b) খণ্ডকযুক্ত
(c) সিউডােসিলােম
(d) বন্ধ সংবহন তন্ত্র
উত্তর: C
প্রশ্ন:৫
নিম্নলিখিত কোনটি প্রাণীর বৈশিষ্ট্য নয় ?
(a) হেটারােট্রপিক
(b) ডিপ্লয়েড জীবনচক্র
(c) সঞ্চারশীল ফাইবার
(d) একটি কোশ
উত্তর: D
প্রশ্ন:৬
হাঙর ও অস্থিবিশিষ্ট মাছ আলাদা কারণ—
(a) অস্থিবিশিষ্ট মাছের জোড়া পাখনা থাকে
(b) অস্থিযুক্ত মাছের অপারকুলাম থাকে
(c) হাঙরের অস্থি আছে
(d) হাঙর শিকারী
উত্তর: B
প্রশ্ন:৭
স্থল শামুক, অক্টোপাসে দেখা যায়—
(a) ম্যান্টেল
(b) র্যাডুলা
(c) a ও b উভয়
(d) কোনােটিই নয়
উত্তর: A
প্রশ্ন:৮
Ascaris হল পরজীবী—
(a) গোলকৃমি
(b) কৃমি
(c) ফিতাকৃমি
(d) স্পঞ্জ
উত্তর: A
প্রশ্ন:৯
খাদ্য গ্রহণের একমাত্র অঙ্গ হল র্যাডুলা, যা দেখা যায়—
(a) মোলাস্কায়
(b) অ্যানিলিডায়
(c) আর্থ্রোপােডায়
(d) প্রত্যেকটিতে
উত্তর: A
প্রশ্ন:১০
ফিতাকৃমি হল—
(a) জননতন্ত্র সুগঠিত
(b) স্নায়ুতন্ত্র সুগঠিত
(c) উদ্ভিদ পরজীবী
(d) কোনােটিই নয়
উত্তর: A
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸
জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান, সেট ২৪[PREV]
জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান, সেট ২৬[NEXT]
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸
Comments
Post a Comment