নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
WBCS Special MCQsBiologyবাস্তব্যবিদ্যা ও পরিবেশ
প্রশ্ন:১
নিম্নলিখিত কোনগুলি গুণগত দূষক পদার্থ ?
(a) DDT
(b) ছত্রাকনাশক
(c) NO2
(d) CO2
উত্তর: A, B
প্রশ্ন:২
অ্যাজমা রােগের কারণ হল—
(a) SO2
(b) সিলিকন
(c) ধূলিকণা
(d) কার্বন কণা
উত্তর: A, C
প্রশ্ন:৩
নিম্নলিখিত কোনগুলি প্রাকৃতিক দূষক—
(a) কয়লা থেকে উৎপন্ন ধোঁয়া
(b) সামদ্রিক লবণ
(c) ধুলাে
(d) কারখানা থেকে নির্গত বর্জ্য পদার্থ
উত্তর: B, C
প্রশ্ন:৪
কোনগুলি মিউনিসিপ্যালিটির বর্জ্য—
(a) পলিথিন ব্যাগ
(b) টিনের টুকরাে
(c) রবার
(d) খনির ধূলা
উত্তর: A, B, C
প্রশ্ন:৫
বায়ুদূষণের ফলে সৃষ্ট রােগগুলি হল—
(a) আমাশয়
(b) কলেরা
(c) মাথাধরা
(d) ক্যানসার
উত্তর: C, D
প্রশ্ন:৬
মৃত্তিকা দূষণে যুক্ত সজীব দূষকগুলি হল—
(a) ভাইরাস
(b) পারদ
(c) কৃমি
(d) সিসা
উত্তর: A, C
প্রশ্ন:৭
শব্দদূষণের ফলে কোন্ কোন্ রােগের প্রকোপ বৃদ্ধি পাচ্ছে ?
(a) অনিদ্রা
(b) হাঁপানি
(c) হৃদরােগ
(d) স্নায়ুবৈকল্য
উত্তর: A, C, D
প্রশ্ন:৮
নিম্নলিখিত কোনগুলি ফার্টিলাইজার—
(a) অ্যামােনিয়া
(b) 2, 4-D
(c) DDT
(d) ইউরিয়া
উত্তর: A, D
প্রশ্ন:৯
হাইড্রোজেন সালফাইডের প্রভাবে কী কী রােগ হয়—
(a) শ্বাসনালির প্রদাহ
(b) চোখ জ্বালা
(c) ব্রংকাইটিস
(d) নিউমােনিয়া
উত্তর: B, D
প্রশ্ন:১০
কোনগুলি অভঙ্গুর পদার্থ ?
(a) ফ্লাই অ্যাশ
(b) ক্যাডমিয়াম
(c) মৃত্তিকা
(d) নিকেল
উত্তর: B, D
⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞
⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞
Comments
Post a Comment