দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - বহু বিকল্পভিত্তিক প্রশ্ন বিভাগ ১: চলনের প্রাথমিক ধারণা ও জগদীশচন্দ্র বসু প্রশ্নঃ১. উদ্দীপকের প্রভাবে জীবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালনকে কী বলে? (ক) গমন (খ) চলন (গ) রেচন (ঘ) পুষ্টি উত্তর: (খ) চলন প্রশ্নঃ২. যে প্রক্রিয়ায় জীব স্বেচ্ছায় সামগ্রিক স্থান পরিবর্তন করে তাকে কী বলে? (ক) চলন (খ) বিচলন (গ) গমন (ঘ) উদ্দীপনা উত্তর: (গ) গমন
WBCS Special MCQsBiologyবাস্তব্যবিদ্যা ও পরিবেশ
প্রশ্ন:১
নিম্নলিখিত কোনগুলি গুণগত দূষক পদার্থ ?
(a) DDT
(b) ছত্রাকনাশক
(c) NO2
(d) CO2
উত্তর: A, B
প্রশ্ন:২
অ্যাজমা রােগের কারণ হল—
(a) SO2
(b) সিলিকন
(c) ধূলিকণা
(d) কার্বন কণা
উত্তর: A, C
প্রশ্ন:৩
নিম্নলিখিত কোনগুলি প্রাকৃতিক দূষক—
(a) কয়লা থেকে উৎপন্ন ধোঁয়া
(b) সামদ্রিক লবণ
(c) ধুলাে
(d) কারখানা থেকে নির্গত বর্জ্য পদার্থ
উত্তর: B, C
প্রশ্ন:৪
কোনগুলি মিউনিসিপ্যালিটির বর্জ্য—
(a) পলিথিন ব্যাগ
(b) টিনের টুকরাে
(c) রবার
(d) খনির ধূলা
উত্তর: A, B, C
প্রশ্ন:৫
বায়ুদূষণের ফলে সৃষ্ট রােগগুলি হল—
(a) আমাশয়
(b) কলেরা
(c) মাথাধরা
(d) ক্যানসার
উত্তর: C, D
প্রশ্ন:৬
মৃত্তিকা দূষণে যুক্ত সজীব দূষকগুলি হল—
(a) ভাইরাস
(b) পারদ
(c) কৃমি
(d) সিসা
উত্তর: A, C
প্রশ্ন:৭
শব্দদূষণের ফলে কোন্ কোন্ রােগের প্রকোপ বৃদ্ধি পাচ্ছে ?
(a) অনিদ্রা
(b) হাঁপানি
(c) হৃদরােগ
(d) স্নায়ুবৈকল্য
উত্তর: A, C, D
প্রশ্ন:৮
নিম্নলিখিত কোনগুলি ফার্টিলাইজার—
(a) অ্যামােনিয়া
(b) 2, 4-D
(c) DDT
(d) ইউরিয়া
উত্তর: A, D
প্রশ্ন:৯
হাইড্রোজেন সালফাইডের প্রভাবে কী কী রােগ হয়—
(a) শ্বাসনালির প্রদাহ
(b) চোখ জ্বালা
(c) ব্রংকাইটিস
(d) নিউমােনিয়া
উত্তর: B, D
প্রশ্ন:১০
কোনগুলি অভঙ্গুর পদার্থ ?
(a) ফ্লাই অ্যাশ
(b) ক্যাডমিয়াম
(c) মৃত্তিকা
(d) নিকেল
উত্তর: B, D
⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞
⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞

Comments
Post a Comment